মাগুরা প্রতিনিধিঃ শ্রমিকদের ডাকা ৪৮ ঘন্টার ধর্ম ঘটের দ্বিতীয় দিনে মাগুরায় বাস-ট্রাক, পিকআপসহ সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এতে জনদূর্ভোগ দেখ দিয়েছে।
আজ সকাল থেকেই শ্রমিকরা শহরের ঢাকারোড বাস স্টান্ড, পল্লি বিদ্যুৎ এলাকা, বাস টার্মিনালসহ বিভিন্ন পয়েন্টে জোটবদ্ধ হয়ে সড়ক পাহারা দেয়। তবে কোন বিশৃঙ্খল ঘটনা ঘটেনি। এ্যাম্বুলেন্স, শিশুখ্যাদ্য ও কাচা পণ্যবাহি যান বাহনগুলো এটির আওতামুক্ত ছিল।
এদিকে যানবাহন বন্ধ থাকায় সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে দেখা যায়। মেডিকেল কলেজের জরুরী অক্সিজেনবাহি ট্রাক আটকে রাখায় জনদূর্ভোগ দেখা গেছে। এছাড়া জরুরী প্রয়োজনে গন্তব্যে যেতে না পেরে জনদূর্ভোগ সৃষ্টি হয়েছে।