14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

করোনায় কর্মহীন অসহায় মানুষের ত্রাণের দাবীতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

Rai Kishori
April 16, 2020 1:41 pm
Link Copied!

প্রাণঘাতী করোনায় কর্মহীন অসহায় দুঃস্থ মানুষের খাবারের জন্য হাহাকার। ত্রাণের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধের পর বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এসব দরিদ্র মানুষেরা।

আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১০টার দিকে মাদারীপুরে সদর উপজেলার মস্তফাপুরে এ বিক্ষোভ করেন দিনমজুর কয়েকশ’ নারী-পুরুষ।

তাদের অভিযোগ, দুই সপ্তাহ আগে মস্তফাপুর ইউনিয়নের চেয়ারম্যান কুদ্দুস মল্লিক ত্রাণ দেয়ার কথা বলে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও ছবি নেন। কিন্তু এখনো তাদের কোন ত্রাণ কিংবা খাদ্য সহায়তা দেয়া হয়নি। বার বার ইউনিয়ন পরিষদে গিয়েও হতদরিদ্রদের ফিরে আসতে হয়েছে।

ত্রাণের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। ঘণ্টাব্যাপী বিক্ষোভের পরে মানববন্ধন করেন হতদরিদ্ররা। ব্যানার-ফেস্টুন হাতে রাস্তায় নামেন শিশু-কিশোর, নারীসহ সব বয়সের মানুষ। এ সময় দ্রুত ত্রাণ সহায়তা পেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন তারা।

পরে পুলিশ গিয়ে সড়কে অবস্থান নেয়া মানুষদের সড়ক থেকে সড়িয়ে দেয়।

এদিকে চাহিদার তুলনায় বরাদ্দ কম হওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে দাবি মস্তফাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদ্দুস মল্লিকের।

http://www.anandalokfoundation.com/