মেহের আমজাদ,মেহেরপুর (২১-১০-২০১৯) ঃ মেহেরপুরে গত দুইদিন থেকে শীতের মাত্রা আরও বেড়েছে। প্রচন্ড শীতের পর এবার শুরু হয়েছে শৈত্য প্রবাহ। গতকাল শনিবার সূর্যের মুখ দেখা যায়নি এবং ভোর থেকে কুয়াশা পড়া অব্যাহত রয়েছে। গত বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রয়েছে।
এদিকে তিব্রশীতে জনজীবন হয়ে পড়েছে বিপর্যস্ত। বিশেষ করে খেটে মানুষরা পড়েছে বেশি বিপদে। তিব্রশীতে কাজ না থাকায় হতাশ হয়ে পড়েছে দিন মজুররা। গ্রাম-গঞ্জ থেকে কাজের সন্ধানে মেহেরপুর শহরে আসা দিন মজুরের সংখ্যাও গত কয়েকদিনে ছিল অনেক কম। অপর দিকে তিব্র শীতের প্রকোপ থেকে রেহাই পেতে গরম কাপড় কিনতে ভিড় জমাচ্ছে দোকানগুলোতে। বিশেষ করে ফুটপাতে পুরাতন কাপড়ের দোকনগুলোতে বেশি ভিড় লক্ষ্য করা গেছে। নিম্ন ও মধ্যবিত্তরা এই সব পুরাতন কাপড়ের দোকান থেকে সংগ্রহ করছে শীত নিবারণে গরম পোশাক।
এছাড়াও গ্রাম ও শহরের অলিগলিতে আগুন জ্বালিয়ে শীত নিবারণ করতে দেখা গেছে অনেককেই। মেহেরপুর জেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠনের উদ্যোগে গরীব ও অসহায় মানুষদের দেওয়া হচ্ছে কম্বল। এদিকে হঠাৎ করে শীতের তিব্রতা বৃদ্ধি পাওয়ায় মেহেরপুর জেনারেল হাসপাতালে বেড়েছে রোগীর সংখ্যা। গত দুই দিনে প্রায় শ-খানেক রোগী ভর্তি হয়েছে আবহাওয়া জনিত রোগে আক্রান্ত হয়ে।
মেহেরপুর-চুয়াডাঙ্গার আঞ্চলিক আবহাওয়া অফিস সুত্রে জানা যায়,শীতের তিব্রতা আরও বেশি হতে পারে। এছাড়াও চলতি মাসেই একটি শৈত প্রবাহ হওয়ার আশঙ্কা রয়েছে। মেহেরপুর জেলা প্রশাসক মোঃ আতাউল গনি জানান,আমরা ইতিমধ্যে গরীব ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ করেছি। আমাদের কাছে এখনো পর্যাপ্ত কম্বল সংরক্ষিত আছে। সেগুলো বিতরণ করা হবে।