14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

তালিকা করে ১০ টাকা কেজির চাল দেওয়ার নির্দেশ খাদ্যমন্ত্রীর

Rai Kishori
April 15, 2020 11:41 pm
Link Copied!

মহামারী করোনা প্রাদুর্ভাবে খাদ্যবান্ধব কর্মসূচির কোনও কার্ড নেই এমন দরিদ্র ও নিম্নবিত্তদের তালিকা তৈরি করে কার্ডের মাধ্যমে ওএমএস’র ১০ টাকা কেজি দরের চাল দিতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

আজ বুধবার (১৫ এপ্রিল) খাদ্য মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, ইতোপূর্বে যারা ভিজিডি ও খাদ্যবান্ধব কর্মসূচির তালিকাভুক্ত রয়েছে তাদের এ তালিকার বাইরে রেখে যাদের কার্ড নেই এমন দরিদ্র ও নিম্নবিত্তদের নামে তালিকা তৈরি করে কার্ডের মাধ্যমে ১০ টাকা কেজি দরে চাল বিতরণ করতে হবে। এক্ষেত্রে করোনা সংক্রমণ প্রতিরোধে নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে প্রতিজনকে মাসিক ২০ কেজি বা পাক্ষিক ১০ কেজি করে চাল দিতে বলা হয়েছে।

চিঠিতে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, গত বোরো ও আমন মৌসুমে খাদ্য মন্ত্রণালয় এবং খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা সংগ্রহ অভিযানে নিজেদের সর্বোচ্চ শ্রম দিয়ে ধান-চাল সংগ্রহ করেছেন বিধায় সরকারি গুদামগুলোতে পর্যাপ্ত পরিমাণ খাদ্য মজুদ রাখা সম্ভব হয়েছে। সামনের বোরো মৌসুমেও তারা সততা ও নিষ্ঠার সঙ্গে খাদ্য সংগ্রহ অভিযান সম্পন্ন করবে বলে আশা প্রকাশ করেন খাদ্যমন্ত্রী।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে সবাইকে দুর্নীতির ঊর্ধ্বে থেকে আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। যদি কোনও কর্মকর্তা-কর্মচারী অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়ে তবে তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে বিভাগীয় মামলাসহ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি ডিলারসহ যারাই দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়বে ডিলারশিপ বাতিলসহ তাদের বিরুদ্ধেও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্ত্রী আরও বলেন, এই মহামারী করোনার সময়ও খাদ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা ডাক্তারদের মতোই জীবন বাজি রেখে শ্রমজীবী কর্মহীন মানুষের মধ্যে ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ করে যাচ্ছে। এ জন্য তিনি তাদের ধন্যবাদ জানান। একই সঙ্গে খাদ্য অধিদপ্তরের এ সমস্ত কর্মকর্তা-কর্মচারীদের প্রধানমন্ত্রী ঘোষিত বিশেষ স্বাস্থ্য বীমার আওতায় আনার আহ্বানও জানান তিনি।

http://www.anandalokfoundation.com/