14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

তাপমাত্রা আরও বাড়তে পারে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর

Rai Kishori
May 7, 2019 11:18 pm
Link Copied!

দেশের কয়েকটি এলাকার উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে এবং তা আরও এলাকায় বিস্তার লাভ করতে পারে। ঢাকায় আজকের তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস। সারাদেশে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামী ৭২ ঘণ্টা (তিন দিন) আবাহওয়ার তেমন পরিবর্তন হবে না।

আজ (মঙ্গলবার) আবহাওয়া অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, টাঙ্গাইল, রংপুর, দিনাজপুর ও সৈয়দপুর অঞ্চলসহ রাজশাহী ও খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে ও বিস্তার লাভ করতে পারে।

আবহাওয়া অফিস জানায়, সিলেট বিভাগের দু’এক জায়গায় দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আজ সকাল ৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৫ শতাংশ।

আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫ টা ২০ মিনিটে।

http://www.anandalokfoundation.com/