14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

তাজমহলের ভেতরের ২০ টি ঘর খোলার দাবীতে মামলা

Link Copied!

তাজমহলের ভিতরে একাধিক ঘরে হিন্দু দেবতা এবং তাদের মূর্তি রয়েছে বলে অনেকেই দাবি তোলেন আর এবার সেই প্রসঙ্গকে সামনে নিয়ে এসে তাজমহলের ভেতরের ২০ টি ঘর খুলে দেখার জন্য এলাহাবাদ হাইকোর্টে একটি মামলা দায়ের করা হয়েছে।

মামলা দায়ের করেছেন বিজেপি দলের মিডিয়া ইনচার্জ রজনীশ সিং। এই মামলাটির শুনানি আগামী ১০ ই মে হতে চলেছে।

তাজমহলকে তেজো মহালয়া নামক একটি হিন্দু মন্দির বলে দাবি করে বেশ কয়েকটি কট্টরপন্থী হিন্দু সংগঠন।  গত ৫ ই মে তাজমহলে ধর্ম সংসদ প্রতিষ্ঠিত করার ঘোষণা করেছিলেন জগদগুরু পরমহংস আচার্য।

প্রসঙ্গত, শিষ্যদের সঙ্গে নিয়ে তাজমহলের ভিতরে ঢুকতে না পেরে ক্ষুব্ধ হন আচার্য এবং এরপরেই তাজমহলে ভেতর ধর্ম সংসদ প্রতিষ্ঠিত করার পাশাপাশি শিবলিঙ্গ প্রতিষ্ঠারও দাবি তোলেন তিনি। এরপর তাঁর শিষ্য এবং একাধিক হিন্দু সংগঠন মিলে তাজমহলের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করে। ফলে মুহূর্তের মধ্যেই উত্তপ্ত হয়ে যায় পরিস্থিতি আর এবার এই ঘটনা মিটতে না মিটতেই তাজমহলের অন্দরে ঘর খোলার আবেদন জানিয়ে মামলা দায়ের করে বসলেন বিজেপি দলের মিডিয়া ইনচার্জ রজনীশ সিং।

এই প্রসঙ্গে বিজেপি নেতা বলেন,“তাজমহল নিয়ে অতীতকাল থেকে বিতর্ক চলে আসছে। তাজমহলের ভেতরে প্রায় ২০ টি ঘর বর্তমানে তালা দিয়ে বন্ধ করা রয়েছে এবং এখানে কাউকে ঢুকতে দেওয়া হয় না। অনেকেই মনে করেন যে,এই সকল ঘরে হিন্দু দেব-দেবী এবং তাদের মূর্তি রয়েছে। তাই আমি এলাহাবাদ হাইকোর্টে একটি মামলা দায়ের করেছি,যাতে আরকেওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই ঘর গুলি খুলে দেখতে পারে যে এর ভিতর প্রকৃতপক্ষে কি রয়েছে?”

এছাড়াও তিনি বলেন, “আমি আদালতের কাছে তাজমহলের ঘর খোলা প্রসঙ্গে রাজ্য সরকারকে একটি কমিটি গঠন করার আদেশ দেওয়া প্রসঙ্গে আবেদন জানিয়েছি। এখন দেখার কি হয়।

http://www.anandalokfoundation.com/