গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বলেছেন, দেশের তরুণ প্রজন্মকে মুক্তিযোদ্ধাদের মতো দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে। আজ ময়মনসিংহের ফুলপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ৫২তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসন আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তারা বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে জীবন বাজি রেখে দেশের মানুষের মুক্তির লক্ষ্যে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছেন। তাদের কাছে তরুণ প্রজন্মের শেখার এবং জানার অনেক কিছু আছে। তারা দেশের তরুণ প্রজন্মের নিকট দেশপ্রেম ও অনুপ্রেরণার উৎস। তাদের অভিজ্ঞতা ও দক্ষতাপ্রসূত পরামর্শ, উপদেশ, আদেশ-নিষেধ দেশের তরুণ প্রজন্মের জন্য চলার পথের পাথেয় এবং অনুপ্রেরণার উৎস।
প্রতিমন্ত্রী আরো বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পেরিয়ে দেশ অর্থনৈতিকভাবে শক্ত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেঁচে থাকলে এই উন্নয়ন ও অগ্রগতি আরো বহুগুণে বৃদ্ধি পেত। মুক্তিযোদ্ধাদের সঠিক দিকনির্দেশনা পরামর্শ অনুযায়ী দেশের নীতি আদর্শ নির্ধারিত হলে দেশের উন্নয়ন ও অগ্রগতি বর্তমান সময়ের চেয়ে আরো দ্রুত সম্ভব হতো। আগামী প্রজন্মকে এ সুযোগ গ্রহণ করতে হবে। উন্নত চরিত্র গঠন এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার জন্য মুক্তিযোদ্ধাদেরকে আদর্শ হিসেবে গ্রহণ করতে হবে।
ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সীতেশ চন্দ্র সরকারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে দীর্ঘক্ষণ পারষ্পরিক মতবিনিময় করেন ।