মোস্তাফিজুর রহমান উজ্জল, মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী মারিয়া আফরোজ একা (২১) আত্মহত্যা করেছেন।
২০ জুলাই বৃহস্পতিবার সকালে ঢাবি সংলগ্ন কাটাবন তার বড় বোন তানিয়া আফরোজ তিথির বাসায় গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন। মারিয়া আফরোজ একা ঝিনাইদহের কালীগঞ্জ থানাপাড়ার মৃত বাবলুর রহমান ও সলিমুন্নেছা গার্লস হাই স্কুলের শিক্ষক আফরোজা বুলবুলি ডলির ছোট মেয়ে।
পারিবারিক সুত্রে বলা হয়েছে, সকালে ঘুম থেকে উঠে মারিয়া আফরোজ একা কিছুক্ষন হাটাহাটি করে ঘরের মধ্যে ঢুকে ছিটকানি দিয়ে দেন। এরপর তার কোন সাড়া শব্দ না পেয়ে পরিবারের লোকজন ঘরের জানালা দিয়ে মারিয়া আফরোজ একার ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
মা আফরোজা বুলবুলি ডলি জানান, তার ছোট মেয়ে দীর্ঘদিন ধরেই অসুস্থ। তাকে ভারতেও চিকিৎসা করা হয়েছে। মানসিক ভাবে আঘাত পেয়ে এমনটি করতে পারে। মারিয়ার বড় মামা হায়দার আলী জোয়ারদার তার ভাগ্নির মৃত্যুর বিষয়টি নিশ্চত করেছেন।