14rh-year-thenewse
ঢাকা আজ বৃহস্পতিবার আগস্ট 21, 2025
আজকের সর্বশেষ সবখবর

ঢাবির প্রস্তাবিত প্যানেল আপিল বিভাগে স্থগিত

admin
August 3, 2017 12:24 pm
Link Copied!

বিশেষ প্রতিবেদকঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি নির্বাচনের জন্য প্রস্তাবিত ৩ সদস্যের প্যানেল স্থগিত ঘোষণা করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।একই সঙ্গে ২৯ জুলাইয়ের সিনেট বৈঠক নিয়ে হাইকোর্টের রুলের জবাব আগামী ৪ সপ্তাহের মধ্যে নিষ্পত্তির আদেশ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

এই রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বর্তমান ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক দায়িত্ব পালন করে যাবেন।

গেলো শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সভায় ভাইস চ্যান্সেলর (ভিসি) পদের জন্য তিন জনের নাম প্রস্তাব করে সিনেট। এরা হলেন- বর্তমান ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, অধ্যাপক কামাল উদ্দিন, অধ্যাপক মো. আবদুল আজিজ।

এর আগে ২৩ জুলাই ঢাবির রেজিস্টার গ্র্যাজুয়েট ১৫ জন শিক্ষকের এক রিট আবেদন শুনানি শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্যানেল নির্বাচনের জন্য ডাকা সিনেটের বিশেষ সভা স্থগিত ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে রুল জারি করেছিলেন হাইকোর্ট।

পরবর্তীতে এক আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত শনিবারে ডাকা সিনেটের বিশেষ সভা করতে বাধা নেই বলে আদেশ দেন।

একইসঙ্গে ৩০ জুলাই পূর্ণাঙ্গ বেঞ্চে বিষয়টি শুনানির নির্দেশ দেন চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। তবে ৩০ জুলাই এ বিষয়ে শুনানি হয়নি।

বৃহস্পতিবার আপিল বিভাগের পুর্ণাঙ্গ বেঞ্চে এ নিয়ে শুনানি হলে ঢাবির ভিসি নির্বাচনের জন্য প্রস্তাবিত ৩ সদস্যের প্যানেল স্থগিত ঘোষণা করে আগামী ৪ সপ্তাহের মধ্যে রুল নিষ্পতির আদেশ দেন সর্বোচ্চ আদালত।

http://www.anandalokfoundation.com/