14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা রেঞ্জ থেকে পুরস্কার পেলেন মধুখালী থানার এস.আই

Rai Kishori
February 27, 2019 5:05 pm
Link Copied!

মধুখালীপ্রতিনিধিঃ ফরিদপুর জেলার মধুখালী থানার এস. আই. সৈয়দ তোফাজ্জেল হোসেন গত মঙ্গলবার(২৬-০২-২০১৯) ইং তারিখে ডাকাতি মামলার সফল তদন্ত কারী কর্মকর্তা হিসেবে ফরিদপুর জেলার মধ্যে মধুখালী থানা থেকে ঢাকা রেঞ্জের ডি.আই.জি, আবদুল্লাহ আল মামুন (পি.পি.এম.) তাহার হাত থেকে পুরস্কার পেলেন।

জানা যায় তিনি মধুখালী থানার ডাকাতি মামলা নং-০৪ তাং-০৪-১২-২০১৮ ইং ধারা-৩৯৫/৩৯৭ দন্ডবিধি। এই মামলার অজ্ঞাত নামা আসামী ধরে বিভিন্ন কৌশলের মাধ্যমে আসামীদের সনাক্ত করে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে প্রেরন করেন। তার এই চৌকষ কাজের সফলতা অর্জন করায় ঢাকা রেঞ্জের ডি.আই.জি, আবদুল্লাহ আল মামুন (পি.পি.এম.) তাহার কাজের স্বীকৃতি স্বরুপ সফল তদন্তকারী কর্মকর্তা হিসেবে পুরস্কৃত করেন।

এসময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পুলিশ সুপার মোঃ জাকির হোসেন খাঁন (পি.পি.এম) এ ছাড়া তিনি বিভিন্ন মামলার তথ্য উৎঘাটনে সফলতা অর্জন করায় বিভিন্ন গুনীতক পদক লাভ করেন বলে জানা যায় সবশেষে তিনি ফরিদপুর জেলা পুলিশ সুপার,অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী সিনিয়র পুলিশ সুপার সহ মধুখালী থানার সকলকে ধন্যবাদ জানান।

http://www.anandalokfoundation.com/