14rh-year-thenewse
ঢাকা
শিরোনাম

ডিএসসিসি মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানে বিএনপি নেতা মীর নেওয়াজ আলীর উদ্যোগ

সিলেটে স্কুলছাত্রী ধর্ষণ ঘটনায় ৫ জনকে আসামী করে মামলা

বেনাপোল সিমান্ত থেকে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক

ভিন্নমত সত্ত্বেও সংসদে নারী প্রতিনিধিত্ব বিষয়ে সিদ্ধান্ত নিতে পেরেছি  -অধ্যাপক আলী রীয়াজ

রাষ্ট্র মেরামত ও সুশাসন প্রতিষ্ঠার এই সুযোগ কোনোভাবেই মিস করা যাবে না -আইন উপদেষ্টা

স্বল্পোন্নত দেশ হতে উত্তরণের পর বিভিন্ন খাতে সক্ষমতা বৃদ্ধিতে করণীয় নির্ধারণে উচ্চ পর্যায়ের কমিটি গঠন

মাদারীপুরে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক দুই জেলা প্রশাসকসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

আজকের সর্বশেষ সবখবর

ঢাকা বিভাগের শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান অধ্যক্ষ জাকিয়া সুলতানার একান্ত সাক্ষাৎকার

admin
October 18, 2016 7:26 pm
Link Copied!

জাতীয় শিক্ষাসপ্তাহ ২০১৬ইং সালের ঢাকা বিভাগের শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান অধ্যক্ষ জাকিয়া সুলতানার একান্ত সাক্ষাৎকার…

ছাত্রজীবনে মেধাবী ছাত্রী, কর্মজীবনে আদর্শ শিক্ষিকা
ছাত্রজীবনে মেধাবী ছাত্রী, কর্মজীবনে আদর্শ শিক্ষিকা, মেধার স্ফূরণ তাঁর জীবনকে দিয়েছে বর্ণিল আভা, কর্মযোগকে করেছে সুষমা-মণ্ডিত। শিক্ষকতায় ব্যাপৃত থেকে দেশ ও জাতিকে এগিয়ে নেয়ার লক্ষ্যে এবং কোয়ালিটি শিক্ষা প্রসারে  বারবার নিবেদিত রেখেছেন। শিক্ষাকে হাতিয়ার হিসেবে গ্রহণ করে সমাজ-প্রগতির বাহন সরকারী শেখ হাসিনা একাডেমী অ্যান্ড উইমেন্স কলেজকে কেন্দ্র করে ডাসারকে গড়ে তুলেছেন  আদর্শ শিক্ষা নগরীতে।

প্রিয় পাঠক, এতক্ষণ যাঁর সম্পর্কে  বলেছি তিনি হলেন মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসার থানাধীন সরকারী শেখ হাসিনা একাডেমী অ্যান্ড উইমেন্স কলেজ এর ২০১৬ইং সালের মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান জনপ্রিয় ও শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব¡ অধ্যক্ষ জাকিয়া সুলতানা। যার যাদুকরী হাতের ছোঁয়ায় অত্র অঞ্চলের শিক্ষার অন্যতম বাহন সরকারী শেখ হাসিনা একাডেমী অ্যান্ড উইমেন্স কলেজ ইতোমধ্যেই দেশের মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে জাতীয় পর্যায়ে সুনাম কুড়িয়েছেন এবং তিনি ঢাকা শিক্ষা বোর্ড এর  শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান। তিনি ০১-০৩-২০১১ সালে অত্র কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদানের পর প্রতিষ্ঠানটিকে ক্রমান্বয়ে শিক্ষার উন্নতির শীর্ষে পৌঁছে ১৩-১১-২০১৫ইং জাতীয়করণ হয়েছে। এ ব্যক্তিত্বের সাথে ক্যাম্পাসে সাম্প্রতিক বিষয় নিয়ে আলাপচারিতার মাধ্যমে তাঁর শৈশব, অধ্যয়ন ও বর্ণাঢ্য কর্মজীবনসহ নানা বিষয় কথা বলেন তথ্য মন্ত্রণালয়ের তালিকাভুক্ত অন-লাইন নিউজ পোর্টাল দি নিউজের প্রতিবেদক- আমির সোহেল, বিশেষ প্রতিবেদক কামাল খান

দি নিউজ : আপনার শৈশবের দুরন্তপনার দিনগুলো কেমন কেটেছে?
জাকিয়া সুলতানা : আমার জন্ম ১৯৭১ সালের ১২ ডিসেম্বর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। বাবা গাজী আব্দুল মান্নান সরকারী চাকুরীজীবী ছিলেন ফলে জীবনে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান পরিবর্তন করতে হয়েছে। ৫ভাই/বোনের মধ্যে আমি মেজ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পড়াশোনা অবস্থা নিজে পছন্দ করে মাদারীপুরের কালকিনি উপজেলার কয়ারিয়া এলাকার মো.দেলোয়ার হোসেন বাবলুর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বর্তমানে আমি ১ পুত্র ও ১ কন্যা সন্তানের জননী। জন্মের ১০বছর পর ১৯৮০ সালে রাংগুনিয়াতে বনরক্ষা করতে গিয়ে মৃত্যুবরণ করেন। এই জন্য ছোটবেলার তেমন কোন স্মৃতি তার মনে নেই। শুধু রাংগুনিয়াতে আমি একদিন থালাবাটি নিয়ে ঘরে ঢুকতে ঘরের ভিতর বিশাল একটা সাপ দেখে ভয় পেয়ে দৌড় পালাই। আরেকটা স্মৃতি আছে বাবাকে নিয়ে, কোরআন শরিফ পড়াতে  হুজুর আসলে আমরা ৪ভাই/বোন পড়তে বসিনি তাই বাবা এসে ৪জন কেই এক সাথে পেটালেন। বাবার সাথে আমার শেষ স্মৃতি একদিন অফিস থেকে বাবা বাসায় এলে আমি বললাম, বাবা আমাদের জন্য কিছু আনলেন না যে? তখন বাবা বললেন মা কালকে এনে দিবো। পরের দিন তিনি অফিসে গেলেন যে,  আর সে আমাদের জন্য কিছু নিয়ে আসলেন না। তিনি ফিরে এসেছেন লাশ হয়ে। বাবার হাতের খাবার আমাদের খাওয়া আর হলো না। বাবার সাথে আমার স্মৃতি বলতে এতটুকু। ঐ বছর আমার ছোট ভাই টিটুর জন্ম হয়। টিটু বর্তমানে বাংলাদেশ ব্যাংকে চাকুরী করেন। আমার দাদার বাড়ি বাগেরহাট হলেও আমার জন্ম চট্টগ্রামে। বাবা মৃত্যুর পরে মা চট্টগ্রাম থেকে বাগেরহাটে দাদা বাড়ী চলে যান, আমি ফুপুর কাছে রয়ে গেলাম। ফুপু নাসিরাবাদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন। আমি ফুপুর কাছেই বড় হয়েছি, আমার শৈশব, কৈশোর সব ফুপুকে ঘিরে। ফুপু অনেকটা রাগী ছিলেন ফলে আমার শৈশবে তেমন কোন স্মৃতি অর্জন করা সম্ভাব হয়নি। তিনি রাগী হলেও আমাকে খুব  ভালোবাসতেন। আমি তাকে দুষ্টুমি করে বিন্দুমাসি ডাকতাম।

দি নিউজ : ‘শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান’ নির্বাচিত হওয়ার অনুভূতিটা কেমন?
জাকিয়া সুলতানা : মাদারীপুর জেলার মধ্যে ‘শ্রেষ্ঠ কলেজ’ নির্বাচিত হয়েছে আমাদের সরকারি শেখ হাসিনা একাডেমি অ্যান্ড উইমেন্স কলেজ এবং ‘শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান’ হিসেবে নির্বাচিত হয়েছি আমি। বিষয়টি অনেক আনন্দের। তবে অনেক ভাবনারও বলতে পারেন। কেননা দায়িত্ব আরো বেড়ে গেল। আরো সচেষ্ট হতে হবে প্রতিষ্ঠানের মান অক্ষুন্ন রাখতে হলে।

দি নিউজ : কবে এই কলেজে অধ্যক্ষ হিসেবে দায়িত্বগ্রহণ করেন?
জাকিয়া সুলতানা : ২০১১ সালের ০১ মার্চ সরকারি শেখ হাসিনা একাডেমি অ্যান্ড উইমেন্স কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদান করি। তখন এটি বেসরকারি কলেজ হিসেবে পরিচালিত হতো। পরে ২০১৫ সালের ১৩ নভেম্বর কলেজটিকে সরকারীকরণ করা হয়।  সরকারীকরণের একবছর হতে না হতেই আমরা এ গৌরব অর্জন করতে পেরেছি বলে নিজেও গর্বিত।

দি নিউজ : আপনার শিক্ষাজীবন সম্পর্কে যদি কিছু বলতেন-
জাকিয়া সুলতানা : আসলে আমার জন্ম, শৈশব, পড়াশোনা সব চট্টগ্রামের রাংগুনিয়াতে। বাবা গাজী আব্দুল মান্নান সরকারি চাকরিজীবী ছিলেন। ফলে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান পরিবর্তন করতে হয়েছে। সবশেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সমাজকর্ম বিভাগে ভর্তি হই । ১৯৯০ সালে অনার্স, ১৯৯১ সালে মাস্টার্স শেষ করি। এছাড়া খুলনা থেকে ১৯৯২ সালে বি.এড শেষ করি।

দি নিউজ : আপনার প্রথম কর্মজীবন কোথায়?
জাকিয়া সুলতানা : ১৯৯৬ সালে বাগেরহাটের মোড়লগঞ্জের রওশান আরা মহিলা ডিগ্রি কলেজের মাধ্যমে শিক্ষকতা পেশা শুরু করি। রওশান আরা মহিলা ডিগ্রি কলেজে ১২ বছর শিক্ষকতা করার পরে ২০০৯ সালে মাদারীপুরের কালকিনি উপজেলার কয়ারিয়া এসপিএস টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে যোগদান করি। সেখানে দুই বছর চাকরি করার পর সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন প্রতিষ্ঠিত ডাসার শেখ হাসিনা একাডেমি অ্যান্ড উইমেন্স কলেজে যোগদান করি। এখন পযর্ন্ত এই কলেজেই কর্মরত আছি।

দি নিউজ : পেশা হিসেবে শিক্ষকতাকে কীভাবে মূল্যায়ন করেন?
জাকিয়া সুলতানা : শিক্ষকতা একটি মহান পেশা। শিক্ষক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। পেশাগত জীবনের শুরু যেহেতু শিক্ষক হিসেবে, তাই এ পেশায় থেকেই কর্মজীবন শেষ করতে চাই।  শিক্ষার বিস্তৃতি অঙ্গনে জীবনটা কাটিয়ে দিতে চাই।

দি নিউজ : শিক্ষকতার বাইরে আর কোনো গুণ থাকলে-
জাকিয়া সুলতানা : ছোটবেলা থেকে আমার নাচের প্রতি খুব আগ্রহ ছিলো। পাশাপাশি কবিতা আবৃত্তি, বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতাম নিয়মিত। কিন্তু গান গাইতে পারি না। বিশ্ববিদ্যালয় জীবনে বক্তৃতা এবং ডিবেটে বরাবরই প্রথম হতাম। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সন্ধানী এবং রোটারি ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য আমি।

দি নিউজ : প্রতিষ্ঠান প্রধান হিসেবে দায়িত্বানুভূতি কেমন?
জাকিয়া সুলতানা : এ প্রতিষ্ঠানের প্রধান হিসেবে আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করি।  এখানকার শিক্ষার্থীদের কতটুকু দিতে পেরেছি জানি না। তবে আমার মনে হয়, একজন প্রতিষ্ঠান প্রধানকে লক্ষ্য ও উদ্দেশ্য ঠিক রেখে পরিকল্পিতভাবে এগোতে হবে।

দি নিউজ : প্রতিষ্ঠান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কী?
জাকিয়া সুলতানা : কলেজের প্রতিষ্ঠাতার পরিকল্পনা ছিল শেখ হাসিনা একাডেমি অ্যান্ড উইমেন্স কলেজকে সরকারীকরণ করবেন।  তিনি সেটা বাস্থবায়ন করেছেন।  এখন আমি এই প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য প্রাণপণ চেষ্টা করবো।  যেহেতেু আমাদের প্রতিষ্ঠানের শিক্ষকরা অত্যন্ত মেধাবী।  এছাড়া শিক্ষার্থী ভর্তি ক্ষেত্রেও আমরা মেধার মূল্যায়ন করি। আমরা সিলেবাসের বাহিরেও ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা নিয়ে থাকি। যাতে বিসিএসসহ যেকোনো ভর্তি পরীক্ষা এবং চাকরির পরীক্ষার জন্য কোনো অসুবিধা না হয়।

দি নিউজ : এই মহান পেশায় আসার ক্ষেত্রে অনূপ্রেরণা যুগিয়েছিলেন কে?
জাকিয়া সুলতানা : শিক্ষকতা এই মহান পেশায় আসার ক্ষেত্রে অনূপ্রেরণা যুগিয়েছিলেন আমার ফুপু। তিনি চট্টগ্রামের নাসিরাবাদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন। তিনি চাইতেন আমি যেন এই পেশাতে থাকি। আমি সব সময় ফুপুর চাওয়াটা পুরন করার চেষ্টা করেছি।

দি নিউজ : একজন শিক্ষক সমাজ-জাতির জন্য কতটুকু কাজ করতে পারে?
জাকিয়া সুলতানা : শিক্ষাই জাতীর মেরুদন্ড, আর আদর্শ মানুষ হতে হলে শিক্ষা ছাড়া উপায় নাই। মূলত শিক্ষকরা হলেন মানুষ গড়ার কারিকর।

দি নিউজ : বর্তমানে পড়ালেখার সৃজনশীলতা সম্পর্কে কিছু বলুন?
জাকিয়া সুলতানা : বর্তমানে পড়ালেখার মান সম্পর্কে অধ্যক্ষ জাকিয়া সুলতানা বলেন, সৃজনশীল পদ্ধতিতে মেধার বিকাশ ঘটেছে, পড়ার টেবিলে ছাত্র-ছাত্রীরা ফিরে এসেছে। ঝরেপড়া আগের তুলনায় অনেক হ্রাস পেয়েছে।

দি নিউজ : আপনার কাছে শিক্ষার্থী-শিক্ষক সম্পর্ক  কেমন?
জাকিয়া সুলতানা : আমার কাছে শিক্ষার্থী-শিক্ষক সম্পর্কটা মধুর সম্পর্ক। আমি নাসিরাবাদ স্কুলে যেমন শিক্ষকদের ভালোবাসা পেয়েছি। আমি আশা করি আমার ছাত্রীরা আমার কাছে থেকে তেমন ভালোবাসা পাবে। আমি সব সময় দুষ্টুদের কে বেশি ভালোবাসি। কারণ দুষ্টুদের মাথায় সব সময় প্রতিযোগিতার নেশা কাজ করে।

দি নিউজ : আপনার জীবন-দর্শন?
জাকিয়া সুলতানা : আদর্শ শিক্ষক হিসেবেই কর্মজীবন শেষ করতে চাই। শিক্ষার বিস্তৃতি অঙ্গনে জীবনটা কাটিয়ে দিতে চাই। দুটি সন্তানকে উচ্চশিক্ষায় শিক্ষিত করে মানুষের মত মানুষ করতে চাই।

দি নিউজ : প্রতিষ্ঠাতার সম্পর্কে কিছু বলেন-
জাকিয়া সুলতানা : স্যারের কথা বলে শেষ করা যাবে না। তিনি অনেক বড় মাপের লোক। ফরায়েজি আন্দোলনের প্রাণপুরুষ হাজি শরিয়াতুল্লার স্মৃতি বিজগিত ও উপমহাদেশের প্রখ্যাত সুফি শাহ মাদারের পুণ্যভ’মি মাদারীপুর জেলার প্রত্যন্ত উপজেলার একটি ইউনিয়ান ডাসার। এ রকম একটি প্রত্যন্ত এলাকা স্যারের মায়াময় ছোঁয়ার মধুর স্পর্শে আমার চোখের সামনে আধুনিক বিশ্বের যে কোন মফস্বলের সাথে পাল্লা দেয়ার যোগ্যতা অর্জন করছে। ৫বছর আগের ডাসার আর বর্তমানের ডাসারের তুলনা করতে গিয়ে আমি অবিশ্বাসে হতবাক না-হয়ে পারি না। শিক্ষা, যোগাযোগ, বিদ্যুৎ, ঐক্য, প্রগতি, সাহিত্য-সংস্কৃতি, চিকিৎসা বাসস্থান- এক কথায় আদর্শ জীবনযাপনের জন্য যা যা প্রয়োজন, স্যারের বদান্যতায় তার সব কিছু এখন ডাসার-কালকিনির জনগণের দোরগোড়ায়।

আলহাজ্ব সৈয়দ আবুল হোসেন দানে হাজি মহসিন, শিক্ষানুরাগে এক অনন্য ব্যক্তিত্ব। শিক্ষা জাতির মেরুদন্ড। মানুষ সর্বশ্রেষ্ঠ প্রাণী। শিক্ষার মাধ্যমে একটি গ্রাম, সমাজ তথা জাতিকে যত দ্রুত সামনের দিকে এগিয়ে নেওয়া সম্ভাব, অন্য কোন কিছু দিয়ে তা সম্ভাব নয়। সংখ্যায় অল্প হলেও শিক্ষার মাধ্যমে জাতীয় উন্নয়নে অবদান রাখার লক্ষ্যে কিছু শিক্ষানুরাগী মহাপ্রাণ ব্যক্তি নিরলস ও আত্মনিবেদিতভাবে কাজ করেন- সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন তেমনই একজন। এক সময় ডাসার পায়ে হাঁটা পথেরও অভাব ছিল, সে ডাসার এখন আধুনিক হাট-বাজার, রাস্তাঘাটে ব্রীজ, কালভার্টে, সুসজ্জিত। জনস্বার্থে যেখানে যা প্রয়োজন, তা নিরলস প্রচেষ্টায় করে যাচ্ছেন। আজকের ডাসার সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন ডাসার, শিক্ষা, যোগাযোগ, উন্নয়ন, অবকাঠামো আর সমৃদ্ধির ডাসার। সারা দেশের মধ্যে একটি অন্যতম উন্নত ও খ্যাতনামা আদর্শ শিক্ষা নগরী গড়ে তুলেছেন শুধুমাত্র সরকারী শেখ হাসিনা একাডেমী এন্ড উইমেন্স কলেজকে কেন্দ্র করে। স্যার আমাকে প্রতিষ্ঠান পরিচালনার জন্য উৎসাহ ও উদ্দীপনা দিয়েছেন। সে সব সময় আমাদের কে বলেন তোমরা যা ভালো মনে করো তা কর প্রতিষ্ঠানের ¯¦ার্থে। তিনি শিক্ষা প্রতিষ্ঠানকে রাজনীতি মুক্ত রাখা পছন্দ করেন। আমি প্রতিষ্ঠান প্রধান হিসেবে বলতে পারি স্যারের অনুেপ্ররণা ছাড়া আমি একদিনও প্রতিষ্ঠানটি পরিচালনা করতে পারতাম না। তাছাড়া এই প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের প্রধান শুরু থেকেই জেলা প্রশাসক।

দি নিউজ : শিক্ষার সামগ্রিক অবস্থা কেমন?
জাকিয়া সুলতানা : আমাদের সময় দেখিনি কোনো ড্রাইভার, পিয়ন, দারোয়ানের ছেলে/মেয়ে আমাদের সহপাঠী ছিল। বর্তমানে আমি শিক্ষার্থীদের বৃত্তিপ্রদান কমিটিতে থাকার সুবাদে বিস্ময়ের সাথে লক্ষ্য করি যে রিকশাওয়ালার মেয়ে, ড্রাইভারের মেয়ে, পিয়নের মেয়ে, বর্গাচাষীর মেয়েরা যোগ্যতার ভিত্তিতে সুযোগ পাচ্ছে। অর্থনৈতিক ভাবে অস্বচ্ছল এসব শিক্ষার্থীদের বৃত্তি/অনুদান দিয়ে থাকি। শিক্ষার চাহিদা ব্যাপক বেড়েছে; তাই সবার জন্য শিক্ষা অপরিহার্য হয়ে উঠেছে। রিকশাওয়ালার মেয়ে, চা-বিক্রেতার মেয়ে, ফেরিওয়ালার মেয়ে -এরা নানা প্রতিকূলতার মধ্যদিয়ে যে অদম্য অগ্রগতি সাধন করেছে; তার জন্য অভিভাবকদের সাধুবাদ জানাচ্ছি। আমরা শিক্ষকরা গর্ব করে বলতে পারি শুধু বিত্তবানদের নয়, বিত্তহীনদের ছেলেমেয়েদেরকেও পাঠদান করছি।

দি নিউজ : শিক্ষার্থীদের উদ্দেশ্যে আপনার বক্তব্য কী?
জাকিয়া সুলতানা : মনোযোগ দিয়ে পড়াশোনা করে দেশের উপযুক্ত নাগরিক হিসেবে নিজকে গড়ে তুলতে হবে। দেশের প্রতি ভালোবাসা নিয়ে দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে।

দি নিউজ : আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
জাকিয়া সুলতানা : দি নিউজকেও ধন্যবাদ। দি নিউজের প্রতি সীমাহীন ভালোবাসা রইল।

http://www.anandalokfoundation.com/