করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টের চেয়ে দ্রুত ছড়াচ্ছে নতুন ধরন ওমিক্রন। ইতোমধ্যে টিকা নিয়েছেন অথবা করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন তারাও নতুন করে ওমিক্রনে আক্রান্ত হচ্ছে।
সুইজারল্যান্ডের জেনেভায় এক সংবাদ ব্রিফিংয়ে টেড্রোস আধানোম গেব্রেইয়েসুস এ সব তথ্য জানান।
তিনি সকল ধরনের অনুষ্ঠান বাতিলের আহবান জানিয়েছেন, অনুষ্ঠানগুলো এখন উদযাপন করে পরে শোক করার চেয়ে ভালো হবে অনুষ্ঠানগুলো এখন বাতিল করে পরে উদযাপন করা।
এদিকে ওমিক্রন ঠেকাতে ইউরোপের প্রথম দেশ হিসেবে নেদারল্যান্ডস আবারও লকডাউন আরোপ করেছে।