ফরিদপুর জেলার মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়ন পরিষদেও সরকারী ভাবে নতুন ভবন নির্মান নিয়ে দীর্ঘদিন জমির স্বল্পতা ও সীমানা নিয়ে জড়তা থাকায় ভবন নির্মান বিঘিত হচ্ছিল।
সেই সমস্যা ডুমাইন ইউনিয়নের সচেতন মানুষ ও ডুমাইন ইউনিয়নের চেয়ারম্যান মোঃ খুরশিদ আলম মাসুম এর ঐকান্তিক প্রচেষ্ঠায় ইউনিয়ন পরিষদ ভবন নির্মানের আর কোন সমস্যা রইলো না।
তারই লক্ষে ডুমাইন ইউনিয়নের কৃতি সন্তান বীরমুক্তিযোদ্ধা মোঃ মঞ্জুরুল ইসলাম মজনু এর বড় ছেলে ইঞ্জিনিয়ার মোঃ জাহিদুল ইসলাম জাহিদ ইউনিয়ন পরিষদের জনগনের ভোগান্তির কথা চিন্তা করে ভবনের
জন্য ১৫শতাংশ দান সহ ১৪শতাংশের বায়না নামা সহ ২৯শতাংশের ব্যবস্থা করে দিলেন তার নিজ পুকুরের জমি থেকে।
তাই এই পুকুর বালি দিয়ে ভরাটের কাজ শুরু হয়েছে। সকলের প্রচেষ্ঠা একান্ত কাম্য ।