মধুখালী প্রতিনিধিঃ “শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ২০২১-২০২২ইং অর্থবছরের গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য অধিদপ্তর থেকে শনিবার সকালে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নে ভি.জি.ডি. কার্ডধারী ১১০(একশত দশ) জনের মধ্যে প্রথমে কার্ড বিতরন করে পরে ১(এক) মাসের ৩০কেজি করে চাল বিনামূল্যে বিতরন শুরু করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ডুমাইন ইউনিয়নের চেয়ারম্যান মোঃ খুরশিদ আলম (মাসুম), মধুখালী উপজেলা ট্যাক অফিসার সমাজ সেবা অফিসের মোঃ সহীদুল ইসলাম , মধুখালী উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ক্রেডিট সুপারভাইজার মোঃ আজিজুল হক, ইউনিয়ন সচিব জনী অধিকারী, ইউ.পি. সদস্য মোঃ ইদ্রিস আলী মোল্যা, ডুমাইন ইউনিয়নের বিশিষ্ঠ সমাজসেবক এম. তোফায়েল আহম্মেদ, মোঃ মিজানুর রহমান, মধুখালী উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের মোঃ রাইসুল ইসলাম, গ্রামপুলিশ এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।