ডিসেবল হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট, তথ্যগত গড়মিল থাকায় করেই ফেসবুক কর্তৃপক্ষ বহু অ্যাকাউন্ট ডিসেবল করে দিচ্ছে।
যাদের অ্যাকাউন্ট এখনও সচল আছে, সেগুলো যেকোনও সময় হয়ে যেতে পারে ডিসেবল। এমন অবস্থায় আপনার করণীয় কী ? সে বিষয়ে পরামর্শ দিয়েছে বাংলাদেশি ইথিকাল হ্যাকিং গ্রুপ- সাইবার ৭১।
তারা পরামর্শ দেন যে, যাদের Official Documents (NID, Passport) এর সাথে নিজের অ্যাকাউন্টের Name / Birthday Date মিল নেই দ্রুত ঠিক করে নিতে বলেছেন। অ্যাকাউন্টের নাম এবং জন্ম সালগুলো NID, Passport এর মতো হুবহু আপডেট করে নিতে হবে। আর যাদের এখনও NID, Passport হয়নি, তারা Birthday Certificate এর সাথে মিল রেখেই Name এবং Birthday আপডেট করার পরামর্শ দেন।
এর পরও যদি ডিজেবল হয় , Official Documents ( NID, Passport ) এর সাথে আপনার নাম এবং জন্ম সাল মিলে তাহলে Appeal এর মাধ্যমে অ্যাকাউন্ট ফিরিয়ে আনা যাবে।
#সহযোগীতার জন্য কমেন্ট করতে পারেন।