আব্দুল আওয়াল,জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও সুগার মিলস্ এর ৫৮তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন। এ উপলক্ষে মিলের সর্বত্রই বিরাজ করছে সাজ সাজ রব।
শুক্রবার সকাল ১০টায় মাড়াই মৌসুমের উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিল্প মন্ত্রী জনাব আমির হোসেন আমু (এমপি)। এ সময় আরো উপস্থিত থাকবেন ঠাকুরগাঁওয়ের সংসদ সদস্যগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।মিলের শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাঃ সম্পাদক আঃ রহমান বলেন,চলতি মৌসুমে আখ মাড়াইয়ের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে ৭৫ হাজার মেঃটন। চিনি উৎপাদন হবে ৫২৫০ মেঃ টন এবং মিল চলবে ৫৫ দিন।