আব্দুল আউয়াল ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে দালাল চক্রের সদস্যকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড।
শনিবার সকাল ১১ টার দিকে জরুরি বিভাগের এক রোগীকে ভর্তি করার বিষয়ে বহিরাগত পীরগঞ্জ নিবাসী মোঃ মাজেদুর রহমান (২১) পিতা আবুল কাশেম রোগীর আত্মীয়ের কাছে টাকা দাবি করে তারা। বিষয়টি আবাসিক চিকিৎসকের কাছে গোচরীভূত হলে তিনি তাৎক্ষণিকভাবে তাদের আটক করে।
ঘটনাটি উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুনকে জানালে তিনি তাৎক্ষণিকভাবে সেখানে সদর থানার পুলিশ ফোর্সসহ উপস্থিত হয়ে স্থানীয় রোগীর আত্মীয়কে জিজ্ঞেস করলে তিনি পুরো ঘটনা বিবরণ দেন।
স্থানীয় স্বাস্থ্য কর্মীরাও জানান আটককৃত হাসপাতালের স্টাফ না হয়েও বিভিন্ন সেবার নাম নিয়ে দালালী করে যাচ্ছে,উপজেলা নির্বাহী অফিসার তাকে জিজ্ঞেস করলে সে তার অপরাধ স্বীকার করলে তাকে তিনি ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড।