14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

টয়লেটে ঘুমিয়ে পড়েছিল একটি সিল

admin
July 27, 2016 11:07 am
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক: একটি পাবলিক টয়লেট ফাঁকা পেয়ে সেখানেই ঘুমিয়ে পড়েছিল একটি সিল। ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার তাসমানিয়ায়। মঙ্গলবার মার্সি ভ্যাল লন নামের সমুদ্রতীরবর্তী একটি কবরস্থানের পাশ ঘেঁষা নারীদের টয়লেট থেকে সিলটিকে উদ্ধার করা হয়।

১২০ কেজি ওজনের সিলটির নাম দেওয়া হয়েছে স্যামি। কবরস্থানটি সমুদ্রসৈকত থেকে মাত্র ৫০০ মিটার দূরে অবস্থিত। মঙ্গলবার সকালে নগর কর্তৃপক্ষের এক কর্মী কবরস্থানটির পাশে থাকা পাবলিক টয়লেটে গিয়ে সিলটিকে ঘুমন্ত অবস্থায় দেখতে পান। পরে তিনি উদ্ধারকর্মীদের বিষয়টি জানান। পরে সেটিকে নিয়ে সমুদ্রে ছেড়ে দেওয়া হয়। ধারণা করা হচ্ছে, সমুদ্র থেকে সাঁতার দিয়ে সৈকতে আসার পর সেখান থেকে হাঁটতে হাঁটতে ওই টয়লেটে হাজির হয়েছিল সিলটি।

ডেভনপোর্ট সিটি কাউন্সিলের এক মুখপাত্র বলেন, সমুদ্রসৈকতে সিলের আনাগোনা সাধারণ ব্যাপার। স্থানীয় জেলেরা প্রায়ই সিলদের মাছ চুরির বিষয়ে অভিযোগ করেন।

স্যামের বিষয়ে তিনি বলেন, ‘সে এসে তার সঙ্গে আমাদের কিছু ছবি তোলার সুযোগ করে দিয়েছে, যা ছিল সত্যি চমৎকার।’

http://www.anandalokfoundation.com/