14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

টোকিওতে বিজয় দিবস উদ্‌যাপিত

Biswajit Shil
December 16, 2019 1:59 pm
Link Copied!

যথাযথ মর্যাদায় বাংলাদেশের ৪৯তম বিজয় দিবস উদ্‌যাপন করেছে টোকিওস্থ বাংলাদেশ দূতাবাস। মহান বিজয় দিবস উপলক্ষে আজ দূতাবাস প্রাঙ্গণে দিবসের কার্যক্রম শুরু হয় জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে।

পতাকা উত্তোলন করেন দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স ড. শাহিদা আক্তার। পরে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বীর শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও বিশেষ দোয়া করা হয়।

পরে দূতাবাসের বঙ্গবন্ধু মিলনায়তনে আলোচনা সভায় চার্জ দ্যা অ্যাফেয়ার্স বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরলস পরিশ্রম ও গতিশীল নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। আমাদের আর্থসামাজিক অগ্রগতি  সমগ্র বিশ্বে স্বীকৃত। উন্নয়নের এই ধারাবাহিকতা রক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দেশের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান ড. শাহিদা।

জাপান প্রবাসী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীসহ বিপুল সংখ্যক বাংলাদেশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

http://www.anandalokfoundation.com/