14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ভোলায় দৌলতখানে এক বৃদ্ধর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Rai Kishori
April 15, 2020 10:34 pm
Link Copied!

ভোলা প্রতিনিধি:  ভোলার দৌলতখানে অলিউর রহমান (৬৫) নামের এক বৃদ্ধর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় উপজেলার চরখলিফা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মিঝি বাড়ীতে এ দূর্ঘটনা ঘটে।

খবর পেয়ে দৌলতখান থানার পুলিশের উপ- পরিদর্শক (তদন্ত ) সাদিকুর রহমান সঙ্গীয় ফোর্স সহ মরদেহটি উদ্ধার করেন ।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায় , দীর্ঘদিন ধরে বৃদ্ধ অলিউর রহমানের সাথে ছেলে মাসুম ও তার স্ত্রীর আছমার সঙ্গে পারিবারিক ঝগড়া-বিবাদ চলে আসছে। বুধবার ভোরে মাসুম ও তার স্ত্রীর আছমার সঙ্গে বৃদ্ধ অলিউর রহমানের কতার কাটাকাটি হয়। পরে সকাল সাড়ে ১০ টায় বৃদ্ধর মেয়ে ফাতেমা বেগমের ঘরের আড়ার সঙ্গে তার মরদেহ ঝুলন্ত দেখতে পায়।

দৌলতখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলার রহমান জানান, অলিউর রহমানের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে । ময়না তদন্তের রিপোর্ট পেলে বুঝা যাবে এটি হত্যা? না কী আত্মহত্যা?

http://www.anandalokfoundation.com/