আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ ॥ ঝিনাইদহ কালীগঞ্জে ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়েছে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।
শনিবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার সূবর্ণা রানী সাহার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ- ৪ আসনের সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আনোয়ারুল আজিম আনার এমপি।
বিশেষ অতিথি ছিলেন, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, উপজেলা ভাইচ চেয়ারম্যান শিবলী নোমানী ও মহিলা ভাইচ চেয়ারম্যান শাহানাজ পারভীন। বক্তাগন ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে মহান শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, জাতীর জনক বঙ্গবন্ধুর ডাকে ষাড়া দিয়ে বঙ্গালী জাতী দীর্ঘ ৯ মাস সংগ্রাম চালিয়ে এ দেশ স্বাধীন করেছে। ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন বাংলাদেশের পরিচয় মিলেছে। বক্তাগন আরো বলেন, সে সময়ে পাক হানাদার বাহিনীর সদস্যরা দেশের বুদ্ধিজীবিদের ধরে নিয়ে নির্মম ভাবে হত্যা করেছিল। দেশের জন্য জীবন দিয়ে তাদের এই আত¦ত্যাগ আমরা কখনওই ভুলব না। বাঙ্গালী জাতী তাদেরকে সারাজীবন শ্রদ্ধাভরে স্বরন করবে।
সভাতে আরো বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল করিম, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ^াস, শহীদ নুর আলী কলেজের প্রভাষক মাসুদ সাজ্জাদ ও মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবৃন্দ।
এ সময়ে সভাতে সরকারী নলডাঙ্গা ভূষন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা, কালীগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাবজাল হোসেন, ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার মামুনুর রশিদ, মৎস কর্মকর্তা স্ইাদুর রেজা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মধুসুদন পাল ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক শিক্ষিকা, এনজিও প্রতিনিধি, সুধীজন সহ উপজেলা পরিষদের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।