13yercelebration
ঢাকা

ঝিনাইদহে পালিত হয়েছে আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস

Rai Kishori
February 21, 2019 1:50 pm
Link Copied!

ষ্টাফ রিপোর্টার,ঝিনাইদহ॥  যথাযোগ্য মর্যাদায় ও নানা কর্মসুচির মধ্য দিয়ে ঝিনাইদহে পালিত হয়েছে আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস।

এ উপলক্ষে রাত ১২ টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হয় মহান ভাষা শহীদদের প্রতি। একে একে জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, পুলিশ বিভাগের পক্ষে পুলিশ সুপার মো: হাসানুজ্জামান, জেলা আওয়ামী লীগ,জেলা পরিষদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, সিভিল সার্জন অফিস, ঝিনাইদহ প্রেসক্লাব সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক দলসহ নানা শ্রেণী-পেশার মানুষ শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন।

এসময় শহীদ মিনার চত্তরে হাজারো মানুষের ঢল নামে। এছাড়াও দিনব্যাপী আলোচনা সভাসহ নানা কর্মসুচি পালিত হয়।

http://www.anandalokfoundation.com/