14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে দুর্নীতি বিরোধী আলোচনা সভা ও শপথ বাক্য পাঠ

admin
May 14, 2018 6:27 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার ঝিনাইদহঃ ‘বন্ধ হলে দুর্নীতি, উন্নয়নে আসবে গতি’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে দুর্নীতি বিরোধী আলোচনা সভা ও শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করানো হয়েছে। সোমবার সকালে ঝিনাইদহ সরকারি উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি।

সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি প্রতিরোধ কমিটি জেলা শাখার সভাপতি আবদুল মতিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন দুর্নীতি প্রতিরোধ কমিটি জেলা শাখার সাধারণ সম্পাদক এন এম শাহজালাল, সহ-সভাপতি আমিনুর রহমান টুকু।

আলোচনা সভার শুরুতে ওই বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীদের দুর্নীতি বিরোধী শপথ বাক্য পাঠ করান জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য খন্দকার মিজানুর রহমান। এসময় জেলা কমিটির নেতৃবৃন্দ ও শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

পরে শিক্ষার্থীরা দুর্নীতি বিরোধী বক্তব্য পেশ করেন। শেষে তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

http://www.anandalokfoundation.com/