13yercelebration
ঢাকা

ঝিনাইদহে ঝড়ে এক কৃষকের ভেঙ্গে গেছে ১০ হাজার কলাগাছ

Rai Kishori
February 28, 2019 10:30 pm
Link Copied!

ষ্টাফ রিপোর্টার,ঝিনাইদহ॥  অসময়ের ঝড় আর বৃষ্টিতে ঝিনাইদহে এক কৃষকের ৪০ বিঘা জমির ১০ হাজার কলাগাছ ভেঙ্গে গেছে। পুজি হারিয়ে দিশোহারা হয়ে পড়েছেন সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়নের পানামী গ্রামের কৃষক হাফিজুর রহমান।

তিনি জানান, ব্যাংক ও এনজিও থেকে লোন নিয়ে নরহরিদ্রা ও বাকড়ী গ্রামের মাঠে বিভিন্ন লোকের কাছ থেকে জমি লিজ নিয়ে ৪০ বিঘা জমিতে কলা চাষ করেছেন তিনি। ধরন্ত কলা আর কইদিন পরই বিক্রি করতে পারতেন তিনি। কিন্তু বুধবার রাতের ঝড় আর বৃষ্টিতে ৪০ বিঘা জমির কলাগাছ ভেঙ্গে গেছে। এতে তার প্রায় ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। লাভ তো দুরের কথা পুঁজি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন কৃষক হাফিজুর রহমান। এ ব্যাপারে সরকারের সহযোগিতা কামনা করেছেন তিনি।

http://www.anandalokfoundation.com/