ঝালকাঠি প্রতিনিধি ঃ ঝালকাঠি সরকারি কলেজে মহান বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার সকালে কলেজ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয় ।
কলেজ অধ্যক্ষ প্রফেসর শাহ্ আলম মজুমদারের সভাপত্বিতে উপস্থিত ছিলেন রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক রুহুল কাদীর, ইংরেজী বিভাগের প্রধান ও শিক্ষক পরিষদ সম্পাদক ইলিয়াস বেপারী, বাংলা বিভাগের প্রধান সুকেশ রঞ্জন, হিসাব বিজ্ঞান বিভাগের (ভারপ্রাপ্ত) প্রধান মনোতোষ মিস্ত্রী, প্রভাষক মুনিরুজ্জামান মুনির, ছাত্রছাত্রীবৃন্দ প্রমূখ।
অনুষ্ঠানে ছাত্র ছাত্রীদের মধ্যে কবিতা, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষন, ও রচনা প্রতিযোগীতার আয়োজন করা হয় । এ সব প্রতিযোগীদের মধ্যে ১৬ ই ডিসেম্বর পুরস্কার বিতরণ করা হবে ।