ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ রিপোটিং এর মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে রূপান্তিত করার লক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলানায়তনে মা-মনি প্রকল্পের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ঝালকাঠি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সুলতান হোসেন খান।
অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মকবুল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী খান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাছরীন আক্তার, মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসান, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ হারুন-অর রশীদ, ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম খান, মা-মনি প্রকল্পের এইচ আই এস কোডিনেটর আব্দুর রহমান, উপজেলা ফেসিলেটর সঞ্জয় সরকার, মনিটরিং ও ডকুমেন্টরি কর্মকর্তা প্রশান্ত মন্ডল, আইট অফিসার আসাদুজ্জামান, ফেসিলেটর ওবায়েদুল ইসলাম। অবহিতকরন সভায় সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, সাংবাদিকবৃন্দ অংশ নেয়।