13yercelebration
ঢাকা

জোর করে চুম্বনের চেষ্টা ঠাণ্ডা মাথায় পরিস্থিতি সামাল দিলেন সারা

Ovi Pandey
January 10, 2020 9:59 am
Link Copied!

সবে মাত্র জিম থেকে বেরিয়েছেন প্রত্যেকদিনের মতই সারা আলি খানকে ঘিরে ধরলেন তার ভক্তরা। ভক্তদের আবদারে রাখছিলেন সেলফির অনুরোধও। আর তারপরই বাধে বিপত্তি। আচমকাই ভিড় ঠেলে একজন ভক্ত ছুটে আসেন সারার কাছে। সারার দিকে হাত বাড়িয়ে হ্যান্ডশেকের কায়দায় সারার হাত চেয়ে নিতেই ঘটে যায় বিপত্তি। সারার হাত টেনে নিয়ে কিছুটা জোর করেই চুমু খেতে গেলেন সেই ভক্ত। ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে যান সারা। ছিটকে গিয়ে সরিয়ে নেন হাত। পাশে থাকা বডিগার্ডও সেই ভক্তকে মারতে উদ্যত হন।

ঘটনার ভিডিয়ো প্রকাশ পেতেই ওই ভক্তের উপর রেগে যান সারা অনুরাগীরা। কমেন্ট সেকশনে একজন লেখেন, “সারা সবসময় তাঁর ফ্যানেদের সঙ্গে ভাল ব্যবহার করেন বলে এই নয় যে তাঁর সঙ্গে যা ইচ্ছা করা যায়।” একজন লেখেন, “সারা ভাল বলে কিছু বলেনি। একজন ফ্যান হিসেবে নিজের লিমিট বোঝা উচিত। তবে যে ভাবে ঠাণ্ডা মাথায় গোটা পরিস্থিতি সামাল দিয়েছেন অভিনেত্রী তাতে তাঁর প্রশংসায় ফেটে পড়েছেন নেটিজেনেরা।

http://www.anandalokfoundation.com/