13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

জেনে নিন অজীর্ণ রোগ বা Atomic Dispepsia কেন হয়?

Link Copied!

জেনে নিন অজীর্ণ রোগ ।  আমরা যে খাদ্য গ্রহণ করি প্রথমে পাকস্থলীতে গিয়ে পাচকরস, যকৃতের পিত্তরস প্রভৃতির সাহায্যে অর্ধজীর্ণ হয়ে উর্ধ্ব অন্ত্রে জমা হয়। বিভিন্ন পাচক রস, পিত্তরসের সাহায্যে এই অর্ধজীর্ণ খাদ্যকে Pancreas বা অগ্নাশয়ের পাচকপিত্তের সহায়তায় সম্পূর্ণ জীর্ণ করিবার ব্যবস্থা করে। এই খাদ্য সম্পূর্ণ জীর্ণ না হলে পচিয়া বিষাক্ত হয়ে উঠে অন্ত্রের পথ অবরুদ্ধ করিয়া বায়ু চলাচলে বিঘ্ন ঘটায়। জেনে নিন অজীর্ণ রোগ

এই অজীর্ণ খাদ্যকে মলনাড়ীও মলরূপে দেহ হইতে বাহির করিতে পারে না। তখন উহা রক্তের মাঝে ছড়াইয়া পরে রক্ত বিষাক্ত হয়ে যায়। তখন এই বিষাক্ত রক্ত শোধন করিবার জন্য প্লীহা, যকৃৎ, মূত্রগ্রন্থি(কিডনি), ফুসফুস প্রভৃতিকে অত্যধিক পরিশ্রম করিতে হয়।

জেনে নিন যে খাবারে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে

দেহস্থ স্নায়ুগুলিও তখন আর স্বীয় কার্য পালনে সক্ষম হয় না, অবসাদগ্রস্থ হইয়া পড়ে। তখন সমস্ত দেহ ব্যাপিয়াই একটা বিশৃঙ্খলা চলিতে থাকে। দীর্ঘদিন এই রোগ থাকিলে অম্লশূল, পিত্তশূল, পাকস্থলীর ক্ষত, অন্ত্রক্ষত,মূত্র পাথুরী, পিত্ত পাথুরি, ডায়েবিটস, অর্শ, পাইলস্‌ প্রভৃতি নানা সমস্যা দেখা দিবে।

যোগী পিকেবি প্রকাশ, পরিচালক, আনন্দম্‌ ইনস্টিটিউট অব ইয়োগ এণ্ড যৌগিক হাসপাতাল।

http://www.anandalokfoundation.com/