শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও সমমানের পরীক্ষা ২০১৮এর ফলাফল প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। তিনি বলেন, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে ২০১৮ সালের জেএসসি ও জেডিসি পরীক্ষা ১ নভেম্বর শুরু হয়ে ১৫ নভেম্বর শেষ হয়।
শিক্ষামন্ত্রী জেএসসি ও জেডিসি পরীক্ষার ফলের বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরেন। তিনি বলেন, এবার জেএসসিতে অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা ২৫ লাখ ৯৯ হাজার ১৬৯ জন, যা গত বছর ছিল ২৪ লাখ ৮২ হাজার ৩৪২ জন। বেড়েছে ১ লাখ ১৬ হাজার ৮২৭ জন। পাস করেছে ২২ লাখ ৩০ হাজার ৮২৯ জন, যা গত বছর ছিল ২০ লাখ ১৮ হাজার ২৭১ জন। বেড়েছে ২ লাখ ১২ হাজর ৫৫৮ জন। পাসের হার ৮৫ দশমিক ৮৩। গতবছর ছিল ৮৩ দশমিক ৬৫। বেড়েছে ২ দশমিক ১৮%। মোট জিপিএ-৫ পেয়েছে ৬৮ হাজার ৯৫ জন।
শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষার ফল বিশ্লেষণ করে শিক্ষা ব্যবস্থার জন্য কিছু ইতিবাচক দিক লক্ষ্য করা গেছে। যেমন, এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে। কেন্দ্র ও প্রতিষ্ঠানের সংখ্যাও বেড়েছে। ছাত্রের তুলনায় ২ লাখ ১৩ হাজার ৪৬৫ জন ছাত্রী বেশি অংশগ্রহণ করেছে, ২ লাখ ৫৫ জন ছাত্রী বেশি উত্তীর্ণ হয়েছে, ১ দশমিক ৩১% বেশি পাস করেছে এবং ১১ হাজার ৭১৫ জন জিপিএ-৫ বেশি পেয়েছে। তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের গৃহীত নানা পদক্ষেপ, শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবকগণের অক্লান্ত প্রচেষ্টাসহ সমগ্র শিক্ষা পরিবারের সহযোগিতায় এ অবস্থায় পৌঁছানো সম্ভব হয়েছে।
নাহিদ বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দৃঢ়প্রতিজ্ঞ। বরাবরের মত এবারও সম্পূর্ণ পেপারলেস ফল প্রকাশিত হচ্ছে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব ই-মেইল ঠিকানায় নির্ধারিত সময়ে ফল পৌঁছে যাবে। প্রতিষ্ঠানসমূহ প্রয়োজনে ফল ডাউনলোড করে প্রিন্ট করতে পারবে। প্রত্যেক পরীক্ষার্থী তাদের ফল এসএমএস এর মাধ্যমে জানতে পারবে।
তিনি আরো বলেন, শিক্ষা মন্ত্রণালয়, বোর্ডসমূহ, জেলা ও উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের সমন্বিত প্রচেষ্টার কারণে পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনায় ক্রমশঃ উন্নতির ধারা অব্যাহত রয়েছে। পরীক্ষায় কৃতকার্য সকল পরীক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দকে শিক্ষামন্ত্রী অভিনন্দন জানান। তিনি বলেন, যারা উত্তীর্ণ হতে পারেনি তাদের হতাশ হওয়ার কারণ নেই। আশা করবো তারা নব উদ্যমে পূর্ণ প্রস্তুুতিতে আগামীতে আবার পরীক্ষা দিয়ে সফলকাম হবে।
প্রেস ব্রিফিংয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. সৈয়দ মো. গোলাম ফারুক, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।