হাফিজুল ইসলাম, জুড়ী প্রতিনিধি: মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক লীগের উপজেলা কমিটির আহ্বায়ক কিশোর রায় চৌধুরী মনি ধর্ষণের চেষ্টায় করা মামলায় হাইকোর্ট থেকে জামিনে ছাড়া পেয়ে বুধবার (১৫ জুন) এলাকায় ফিরেছেন।
এ উপলক্ষে দলের নেতাকর্মীদের পক্ষ থেকে আয়োজিত পথসভায় দেওয়া বক্তব্যে মনি দলীয় প্রতিপক্ষের ষড়যন্ত্রের শিকার বলে দাবি করেন।এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ১ জুন উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের আমতৈল গ্রামের এক তরুনী (২৪) বাদী হয়ে জুড়ী থানায় কিশোর রায় চৌধুরী মনিকে আসামি করে জুড়ী থানায় মামলা করেন।
৬ জুন বিচারপতি মো. এমদাদুল হক ও আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত উচ্চআদালতের একটি বেঞ্চ মনিকে ছয় মাসের অন্তবর্তীকালীন জামিন প্রদান করেন। একই সঙ্গে কেন তাঁকে স’ায়ী জামিন প্রদান করা হবে না- এ মর্মে সরকারকে চার সপ্তাহের মধ্যে জবাব দিতে রুল জারি করেন।
এদিকে কিশোর রায় চৌধুরী মনি আজ (বুধবার) দুপুরে ঢাকা থেকে আন্তঃনগর পরাবত এক্সপ্রেস ট্রেনে করে কুলাউড়া জংশন রেলস্টেশনে পৌঁছালে আওয়ামী লীগসহ এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন। এর পর মোটরসাইকেল শোভাযাত্রাসহকারে তাঁকে জুড়ীতে নিয়ে যান নেতাকর্মীরা।
দুপুর দুইটার দিকে জুড়ীর বিজিবি ক্যাম্প ও ভবানীগঞ্জ বাজার চৌমোহনা চত্বরে পথসভায় কিশোর রায় চৌধুরী বলেন, তিনি দলের প্রতিপক্ষের ষড়যন্ত্রের শিকার। তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। তাঁর বাসায় দুস্কৃতকারীরা ইতিপূর্বে হামলাও চালিয়েছে। স্বেচ্ছাসেবক লীগের উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলামের পরিচালনায় দুটি পথসভায় বক্তব্য দেন, কিশোর রায় চৌধুরী মনি ও আওয়ামী লীগের উপজেলা কমিটির সদস্য জাহাঙ্গীর আলম।