হাফিজুল ইসলাম,জুড়ী(মৌলভীবাজার)প্রতিনি
আজ বিকেলে শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। আবু মিয়া ব্রাম্মনবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার দূর্গাপুর গ্রামের তুরুত মিয়া ফকিরের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে জুড়ীসহ বিভিন্ন এলাকায় ফুদিয়ে টাকা বাড়ানোর কথা বলে লোকজনজের সাথে প্রতারণারমাধ্যমে নগদ অর্থ ও স্বর্নালংকারহাতিয়ে নেয় আবু মিয়া।
সম্প্রতিএভাবেই জুড়ীর এক মহিলার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা হাতিয়ে নেয় সে। পরে পুণরায় ওই মহিলাকে ফোনের মাধ্যমে প্রতারিত করতে চাইলে মহিলা আবু মিয়াকে জুড়ীতে আসার কথা বলে।
রোববার সেজুড়ীতে আসলে স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। আটকের সত্যতা নিশ্চিত করে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হামিদুর রহমান সিদ্দিকী জানান, আটক আবু মিয়া প্রতারণার কথা স্বীকার করেছে। তারবিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।