14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বর্ণাঢ্য আয়োজন

পিআইডি
June 28, 2025 5:51 pm
Link Copied!

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উদ্‌যাপন উপলক্ষ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। ইতোমধ্যে গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উদ্‌যাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে এবং বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহ জুলাই গণ-অভ্যুত্থান উপলক্ষ্যে গ্রাফিতির বই, পোস্টার, চলচ্চিত্র ‘শ্রাবণ বিদ্রোহ’ প্রদর্শনসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করবে। গণ-অভ্যুত্থানের শহিদদের স্মরণে আয়োজন করা হবে দোয়া মাহফিল ও আলোচনা সভা। আগস্টের প্রথম সপ্তাহে রাজধানীর তথ্য ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হবে। এছাড়া, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি আয়োজনেরও পরিকল্পনা রয়েছে।

গৃহীত কর্মসূচির আওতায় আগামী ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বিভিন্ন পত্রিকায় জুলাই গণ-অভ্যুত্থানের ওপর বিশেষ ফিচার, নিবন্ধ ও ক্রোড়পত্র প্রকাশিত হবে। সেই সঙ্গে, গণ-অভ্যুত্থানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে দেশব্যাপী বিলবোর্ড স্থাপন, পোস্টার ও ফেস্টুন মুদ্রণ ও বিতরণ করা হবে। এছাড়া, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে বর্ষপূর্তিতে তথ্য ভবনে জুলাই গণ-অভ্যুত্থানের ওপর রচিত গ্রন্থসমূহের প্রদর্শনের জন্য প্রকাশনা উৎসবের আয়োজন করা হবে।

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে আগামী ৫ জুলাই বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ‘শ্রাবণ বিদ্রোহ’র প্রিমিয়ার প্রদর্শনী। একইসঙ্গে জেলা তথ্য অফিসসমূহের মাধ্যমে সারাদেশে ‘শ্রাবণ বিদ্রোহ’ চলচ্চিত্রটি প্রদর্শনের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি সারাদেশে জুলাই গণ-অভ্যুত্থানের ওপর নির্মিত প্রামাণ্যচিত্রসমূহ ধারাবাহিকভাবে প্রদর্শন করা হবে। এছাড়া, গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিকে কেন্দ্র করে বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করবে।

মন্ত্রণালয়ের গৃহীত কর্মসূচি অনুযায়ী, তথ্য ভবন, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ও ঢাকাস্থ বিশ্ববিদ্যালয়সমূহে জুলাই গণ-অভ্যুত্থানের ধারণকৃত আলোকচিত্র ও গ্রাফিতি প্রদর্শনীর আয়োজন করা হবে। জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে অভ্যুত্থানে শহিদ সাংবাদিক পরিবারকে সম্মাননা, বিশেষ অনুদান ও উপহার প্রদান করা হবে। এছাড়া, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে বর্ষপূর্তিতে একটি আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হবে।

http://www.anandalokfoundation.com/