আঃজলিল, বিশেষ প্রতিনধিঃ যশোরের ঝিকরগাছার বকুলিয়া গ্রামের উত্তর পাড়ায় করোনা প্রতিরোধে জীবাণু নাশক স্প্রে করা হয়েছে।
আজ ১৭ এপ্রিল শুক্রবার সকাল ০৯ ঘটিকায় বকুলিয়া মসজিদ থেকে শুরু হয়ে পাড়ুই পাড়ায় গিয়ে এ জীবাণু নাশক স্প্রে শেষ করা হয়।
ইয়াসিন সর্দারের সার্বিক অর্থায়ন ও পরিচালনায় এ সময় উপস্হিত ছিলেন তবিবর রহমান মন্ডল, বকুলিয়া জামে মসজিদের মুয়াজ্জিন মাওলানা মোস্তাফিজুর রহমান,সাংবাদিক জিল্লুর রহমান,লতিফ মিন্টু, তুহিন,আল মামুন প্রমূখ।
এ সময় বকুলিয়ার উত্তর পাড়ার নিমোক্ত একদল কিশোর এ স্প্রে কার্যে অংশগ্রহণ করেন,তারা হলেন,,সাইদ,শহিদুল,সুজন,রাকিব,