14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ঝিকরগাছার শকংরপুরে করোনা প্রতিরোধে জীবাণু নাশক স্প্রে

Rai Kishori
April 17, 2020 4:27 pm
Link Copied!

আঃজলিল, বিশেষ প্রতিনধিঃ যশোরের ঝিকরগাছার বকুলিয়া গ্রামের উত্তর পাড়ায় করোনা প্রতিরোধে জীবাণু নাশক স্প্রে করা হয়েছে।

আজ ১৭ এপ্রিল শুক্রবার সকাল ০৯ ঘটিকায় বকুলিয়া মসজিদ থেকে শুরু হয়ে পাড়ুই পাড়ায় গিয়ে এ জীবাণু নাশক স্প্রে শেষ করা হয়।

ইয়াসিন সর্দারের সার্বিক অর্থায়ন ও পরিচালনায় এ সময় উপস্হিত ছিলেন তবিবর রহমান মন্ডল, বকুলিয়া জামে মসজিদের মুয়াজ্জিন মাওলানা মোস্তাফিজুর রহমান,সাংবাদিক জিল্লুর রহমান,লতিফ মিন্টু, তুহিন,আল মামুন প্রমূখ।

এ সময় বকুলিয়ার উত্তর পাড়ার নিমোক্ত একদল কিশোর এ স্প্রে কার্যে অংশগ্রহণ করেন,তারা হলেন,,সাইদ,শহিদুল,সুজন,রাকিব,মারুফ,ইমন,সাকিব,সাইফুল,কুদ্দুস,আলফাজুর।

http://www.anandalokfoundation.com/