দি নিউজ ডেক্সঃ সন্দেহভাজন জিহাদিদের রাতভর হামলায় বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলীয় সেনো প্রদেশের লামদামোল গ্রামে প্রায় ২০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
উত্তরাঞ্চলীয় দরি শহরের এক স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা জানান, নিহতদের মধ্যে ওই গ্রামের প্রধান নার্স রয়েছে। এ ঘটনায় ও্ই গ্রাম ও আশপাশ এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে’ উল্লেখ করে ওই কর্মকর্তা বলেন, স্থানীয় এলাকাবাসীরা দেশটির মধ্য-উত্তরাঞ্চলের দিকে পালিয়ে যাচ্ছে। জিহাদিরা কয়েকদিন আগে স্থানীয় লোকজনকে ওই এলাকা ছেড়ে যেতে বলেছিল কিন্তু তারা না যাওয়ায় প্রতিশোধমূলক এ হামলা চালিয়েছে।
গত ২৫ জানুয়ারি প্রতিবেশি সৌম প্রদেশের সিলগাদজি গ্রামে ভয়াবহ এক হামলায় ৩৯ জন বেসামরিক নাগরিক নিহত হয়। দেশটির উত্তরাঞ্চলে একই ধরনের কয়েকটি হামলা চালানোর এক সপ্তাহ পর এ হত্যাযজ্ঞ চালানো হলো।