14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

জানুন কোথায় কোথায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাষ

ডেস্ক
July 29, 2025 10:31 am
Link Copied!

দেশের ৭ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (২৯ জুলাই) দেশের সাতটি জেলায় ঝড়বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়েছে, দুপুর ১টার আগ পর্যন্ত এসব অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।  এ অবস্থায় এসব এলাকার নদীবন্দরগুলোকে সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে জানানো হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ অবস্থায় সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অফিসের তথ্যমতে, বৃষ্টি ও ঝড়ো হাওয়ার এ প্রবণতা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। নদীপথে চলাচলরত যাত্রী ও নৌযানগুলোর প্রতি সাবধানতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

http://www.anandalokfoundation.com/