সুমন দত্ত
এদেশের রাজনীতিতে প্রচলিত একটি ধারণা, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু ইত্যাদির মার্কেটিং করে। তাদের এই মার্কেটিং এতটাই চরমে থাকে কেউ সেখানে আর ভাগ বসাতে চায় না।
এদিকে মুক্তিযুদ্ধের প্রশ্ন উঠলেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উচ্চস্বরে দাবি করে তারা মুক্তিযুদ্ধের দল। রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের দল। তারাই সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করে এনেছে ইত্যাদি ইত্যাদি। তাদের এই দাবি আজকাল কেন যেন সন্দেহজনক হয়ে উঠেছে।
বাংলাদেশের ইসলামিক রাজনীতি যারা করছেন, তাদের অনেকে জাতীয় সংগীত পরিবর্তনের দাবি তুলেছেন। বিএনপি থেকে এর কোনো প্রতিবাদ নেই। অথচ এই বিএনপি ২০০১ সালে জাতীয় সংগীত বিতর্কের বিষয়ে কঠোর বার্তা দিয়েছিল তাদের এক বুদ্ধিজীবীকে। যার নাম ড. আফতাব উদ্দিন আহমেদ।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন। সেদিন বিএনপি নেত্রী খালেদা জিয়ার এক ধমকে আফতাব গং জাতীয় সংগীত পরিবর্তনের প্রস্তাব থেকে পিছিয়ে যায়। আজ সেই বিএনপি কোথায়? বিএনপির এই দুর্বলতাই আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধ নিয়ে একচেটিয়া ব্যবসা করার অধিকার দিয়ে দেয়।
বিএনপির এই দুর্বলতা আরো দুর্বল করে দিয়েছে সাবেক বিএনপি নেতা কর্নেল অলি আহমেদ। তিনি ইদানীং জাতীয় সংগীত পরিবর্তনের দাবি তুলেছেন। আবার কেন পরিবর্তন করতে হবে, তা নিয়ে যুক্তি প্রদর্শন করেছেন। তো এতদিন অলি সাহেব কোথায় ছিলেন? কোনো দিন শুনলাম জাতীয় সংগীত নিয়ে আপনার এই আক্ষেপ। বিএনপিতে থাকতে তিনি কেন এই প্রস্তাব দেননি?
শেষ বয়সে রবীন্দ্রনাথের জাতীয় সংগীত সম্পর্কে নতুন বিকৃত তথ্য জেনে কি এসব কথা বললেন? নাকি জামায়েতের সঙ্গে জোটবদ্ধ রাজনীতি করার জন্য এসব বলছেন। আপনার এলাকায় জামায়েতের অনেক ভোটার আছে। এটা আমরা জানি। তাদের মন জয় করতে কি এসব বলা?
জামায়াত জাতীয় সংগীতের বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয় নাই। দলটির সাবেক আমীর গোলাম আযমের পুত্র ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমির বক্তব্য তাদের নয়। এটা প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে জামায়াত ইসলামী বাংলাদেশ।
এমন কি আযমি জামায়েতের কেউ না সেটাও তারা বলেছে। তাই জামায়াত ইসলামী বাংলাদেশ জাতীয় সংগীত নিয়ে এই মুহূর্তে কোনো রাজনীতিতে যেতে চাইছে না। তবে জামায়েতের মাঠ এক আযমিই শেষ করে দিয়েছে। কারণ আজমির বাবা গোলাম আযম ছিল জামায়েতের সাবেক আমীর। নিশ্চিতভাবে তার এই কথার গুরুত্ব বহন করে জামায়েতের রাজনীতিতে।
ইদানীং দেখা যাচ্ছে জামায়েতের আমীর যে রাজনীতি করতে যাচ্ছেন, তাতে তিনি বাধাগ্রস্ত হচ্ছেন জামায়েতের সাবেক নেতাদের সন্তানদের কাছ থেকে। তাতে ভারসাম্য আনতে জামায়েতের বর্তমান আমীরকে তার বক্তব্য ব্যাখ্যা করে বলতে হচ্ছে। তিনি যে সুখে নাই তার লক্ষণ পরিষ্কার।
এদিকে শেষ বয়সে কর্নেল অলি নিজেকে বিতর্কিত করে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের অবস্থান বিতর্কিত করে ফেলছেন। কারণ প্রচার আছে অলি জিয়া এক সঙ্গে মুক্তিযুদ্ধ করেছে। অলি নিজেও খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা।
মুক্তিযুদ্ধের সময় সবাই আমার সোনার বাংলা গানটা গাইতো। রবীন্দ্রনাথের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল তৎকালীন পাকিস্তান সরকার। যে কারণে প্রতিবাদ স্বরুপ সবাই ওই গানটাই গাইতো বেশি বেশি করে ।
এছাড়া স্বাধীন বাংলা বেতার থেকে অনেক দেশাত্বকবোধক গান প্রচার হতো। সেগুলো গুন গুন করে গাইতো আমাদের মুক্তিযোদ্ধারা।
অলি ও দেশের নব্য চেতনাবাজদের তিনটি অভিযোগে জাতীয় সংগীতের পরিবর্তন চাচ্ছেন।
তাদের ওই তিনটি অভিযোগের একটি হচ্ছে এই গান নাকি চুরি করা সুরে গাওয়া হয়।
চুরির যে অভিযোগটা করলেন। সেটা চুরির সংজ্ঞায় পরে কিনা যাচাই করেছেন কি? আইনের বই খুলে চুরির সংজ্ঞাটা একবার দেখেন নিন কর্নেল অলি ও নব্য চেতনাবাজরা । যদি কোন ব্যক্তি কারও দখল হতে তার সম্মতি ব্যতীত কোন অস্থাবর সম্পত্তি অসাধুভাবে স্থানান্তর করে তবে তাকে চুরি বলা হয়। দণ্ডবিধি আইনের ৩৭৮ ধারা। অর্থাৎ কারো বাড়িতে ঢুকে গৃহের কোনো বস্তু গোপনে হস্তগত করলে তা চুরির পর্যায়ে পড়ে।
রবীন্দ্রনাথ ঠাকুর বাউল গগন হরকরার সুর নিয়ে এই সংগীত লিখেছেন। এটা তিনি ঘোষণা দিয়েই কাজটা করেছেন। তাহলে চুরি হলো কি করে? এই গান যখন সৃষ্টি হয় তখন থেকেই সবাই জানত এটা গগন হরকরা নামক এক বাউল শিল্পীর সুরকরা। তাকে সবার মাঝে পরিচয় করাতে রবীন্দ্রনাথ এই কাজটা করেন। তাহলে চুরি হলো কি বিষয়টা?
এবার আসি গানে বাংলাদেশ শব্দটা নেই। এই প্রশ্নের উত্তরে। বাংলাদেশ শব্দটা নেই এটা কি পুরা সত্য? সন্ধি বিচ্ছেদ করলে বাংলা+দেশ= বাংলাদেশ। এখন এই শব্দের অর্ধেকটা তো আছে । মানে বাংলা আছে। তাহলে বাংলাদেশ শব্দ নেই এটা কি পুরো সত্য? শব্দের অর্ধেকটাতো আছে। আবার শব্দের অর্ধেকটা একটা স্বাধীন শব্দ যা ভাষাকে বোঝায়।
যেমন আপনার ভাষা কি? তখন আপনি বলতে পারেন না আমার ভাষা বাংলাদেশ কিংবা বাংলাদেশি। তখন আপনার বলতেই হবে বাংলা। তাই এই গানে যে বাংলা শব্দটা আছে সেটা আপনার মায়ের ভাষা বাংলা যা একুশে ফেব্রুয়ারিকে রিপ্রেজেন্ট করে। এটা মনে করতে হবে। আর ৫২ সালের একুশে ফেব্রুয়ারি থেকেই ৭১ এর জন্ম। অথচ রবীন্দ্রনাথ যখন এই গান লিখেছিল এবং তিনি মারা যান তখন ৫২ ও ৭১ হবে তিনি জানতেনই না। অথচ এমন একটি গান আমরা জাতীয় সংগীত নির্বাচন করলাম যেখানে আমার মায়ের ভাষা ও প্রকৃতির বর্ণনা সুন্দর করে এসেছে। মিলে গেছে আমার ৫২র ভাষা আন্দোলন ও ৭১ এর মুক্তিযুদ্ধ। সর্বশক্তিমানের কি লীলা।
এরপর তৃতীয় অভিযোগ, এটা যিনি লিখেছেন তিনি বাংলাদেশের না। হাস্যকর এই যুক্তি। রবীন্দ্রনাথ, নেতাজী এরা ছিলেন অবিভক্ত ভারতবর্ষের নাগরিক। তখন পাকিস্তানই সৃষ্টি হয় নাই। আমার দেশের অনেক রাজনীতিবিদ বিচারপতি অবিভক্ত ভারতবর্ষের নাগরিক ছিল। তারা সবাই কি তাহলে অবৈধ? রবীন্দ্র নাথের সহায় সম্পত্তি ছিল বাংলাদেশের কুষ্টিয়ায়। তিনি শিলাইদহে থাকতেন। এখনো তার বাড়ি বর্তমান। তাহলে যার সম্পত্তি এদেশে তিনি কীভাবে শুধু ভারতেরই হলেন। বরং তাকে বাংলাদেশ ভারত দুদেশেরই বলা উচিত।
প্রয়াত সামরিক শাসক এরশাদের জন্ম ভারতের কুচবিহারে, জিয়ার বাপ দাদারা ভারতের পশ্চিমবঙ্গ এরপর পাকিস্তান হয়ে বাংলাদেশে। এখন জিয়া এরশাদদের কি এদেশের বলবেন না? বিচারপতি সাত্তার তার জন্ম সেই পশ্চিমবঙ্গে। তারা কি রাষ্ট্রক্ষমতায় থেকে দেশ শাসন করে নাই? রাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন নাই? বাংলাদেশের বাইরে থাকার কারণে সবাই কি এখন বাতিল যোগ্য?
একই যুক্তিতে অবিভক্ত ভারতে কারো কোন অস্তিত্ব থাকলে সেটা কি বাতিল যোগ্য হয়? কায়েদে আযম মহম্মদ আলী জিন্নাহর জন্ম ভারতে। তিনি কি পাকিস্তানের জাতির পিতা হোন নাই? উর্দু ভাষার জন্ম ভারতের উত্তর প্রদেশে। সেই ভাষা কি পাকিস্তানের জাতীয় ভাষা হয় নাই? পাকিস্তানের বর্তমান জাতীয় সংগীত পাক সার জামিন হাফিজ জলন্ধরীর লেখা। তার জন্ম ভারতের পাঞ্জাবে। পাকিস্তানিরা কি সেই জন্য পরিবর্তন চেয়েছে? ভারতের হলেই যদি পরিবর্তন চাইতে হয়, সেই বিচারে গেলে বর্তমান পাকিস্তানের কিছুই থাকে না।
সারে জাহা সে আচ্ছা,হিন্দুস্তান হামারা গানের রচয়িতা আল্লামা ইকবালের জন্ম পাকিস্তানের শিয়ালকোটে, তিনি পাকিস্তানের জাতীয় কবি। অথচ তার লেখা এই সংগীত ভারতের রণ সংগীত হিসেবে ঘোষিত।
তাই কে কোন ভূখণ্ডে ছিল সেটা বিচার্য বিষয় হতে পারে না। বিচার্য বিষয় কার জিনিস কোন ভূখণ্ডের সঙ্গে মানানসই কিনা। আমাদের জাতীয় সংগীত আমাদের ভূখণ্ডের সঙ্গে মানানসই। আমাদের মা মাটি দেশের প্রকৃতির সঙ্গে মানানসই। তাই এটাই হয়েছে আমাদের জাতীয় সঙ্গীত।
লেখক সাংবাদিক