দেশের এশিয়ার প্রাচীনতম ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ এর সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বর্নাঢ্য র্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল এগারোটায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে বরিশালের আগৈলঝাড়ায় আওয়ামী লীগের উদ্যোগে বিভিন্ন আয়োজনে দিবসটি পালন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে বর্নাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে শেষ হয়। দলীয় কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী নেতা ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন।
২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী থাকায় ওই দিন র্যালী অনুষ্ঠিত হয়নি, তবে প্রধানমন্ত্রী সুস্বাস্থ্য ও ধীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
বক্তারা তাদের বক্তব্যে জাতির পিতার জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাতিসংঘের ৭৮তম অধিবেশনে বিশে^র দ্বিতীয় মর্যাদাপূর্ণ প্রধানমন্ত্রী আসন অলংকৃত করায় অভিনন্দন জ্ঞাপন করেন। এসময় জাতিসংঘসহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার পুরস্কার গ্রহন, তাঁর সততা, সুনাম ও দক্ষতায় বিভিন্ন মেগা প্রকল্প বাস্তবায়নসহ বাঙালী জাতিকে বহিঃর্বিশে নতুন রুপে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে পরিচিতি করা শেখ হাসিনার বিকল্প নেতা বাংলাদেশে নেই উল্লেখ করে আগামী নির্বাচনে পুনরায় আওয়ামী লীগকে বিজয়ী করার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগনসহ, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সভাপতি সম্পাদকসহ তৃণমুল নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।