আচেহ সরকারের মুখপাত্র মুহাম্মদ এম টি এ বৃহস্পতিবার জানিয়েছেন, ২০৪৫ সালে ইন্দোনেশিয়ার ১০০তম স্বাধীনতা বার্ষিকীতে ‘একটি প্রজন্মকে তাদের দৈনন্দিন জীবনে ইসলামিক মূল্যবোধকে বিশ্বস্তভাবে মেনে চলার’ প্রচেষ্টার অংশ হিসেবে এই নির্দেশ জারি করা হয়েছে। মুখপাত্র বলেন, ‘আচেহ প্রজন্ম শুধু বিশ্বব্যাপী প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম হবে না, বরং ইসলামকে বজায় রাখতেও সক্ষম হবে, যা আচেহর জনগণের রীতিনীতি, সংস্কৃতি ও দৈনন্দিন জীবনের অংশ।’ মুহাম্মদ এম টি এ আরও বলেছেন, ইসলামিক ধর্মগুরুদের সঙ্গে পরামর্শ করার পর, নতুন আদেশটি স্থানীয় সরকারের একটি ‘প্রতিরোধমূলক’ পদক্ষেপ।
ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে জুয়া, মদ্যপান, বিবাহবহির্ভূত সম্পর্কসহ বিভিন্ন অপরাধের জন্য প্রকাশ্যে চাবুক মারা একটি সাধারণ শাস্তি। আচেহকে বিচ্ছিন্নতাবাদী মনোভাব দমনের প্রচেষ্টার অংশ হিসেবে ২০০১ সালে জাকার্তা কর্তৃক প্রদত্ত বিস্তৃত স্বায়ত্তশাসনের অধীনে শরিয়াহ বাস্তবায়নের অধিকার দেওয়া হয়েছিল। আচেহর ধর্মীয় আইনের অধীনে ‘খালওয়াত’ বা ‘ঘনিষ্ঠতা’ও শাস্তিযোগ্য, যা মুসলমানদের বিয়ের আগে বিপরীত লিঙ্গের সদস্যদের সঙ্গে একা থাকতে বাধা দেয়।