13yercelebration
ঢাকা

জনগণ শেখ হাসিনার অব্যাহত নেতৃত্ব চায় – ড. হাছান মাহমুদ

Rai Kishori
February 19, 2019 10:07 pm
Link Copied!

‘জনগণ বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অব্যাহত নেতৃত্ব  চায়।’ বললেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
১৯৬৯ সালের ২৩ ফেব্র“য়ারি জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করার পঞ্চাশ বছর পূর্তি উপলে আগামী ২৫ ও ২৬ ফেব্র“য়ারি ঢাকায় শিল্পকলা একাডেমীতে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিষয়ে মঙ্গলবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
রাজনীতিতে নতুন বেশে জামায়াতে ইসলামীর প্রত্যাবর্তন সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, ‘জামায়াত নিজেদেরকে আড়াল করার জন্য নানা কৌশল অবলম্বন করতে পারে। জামায়াত বিলুপ্ত করার ঘোষণা তাদের কৌশলেরই অংশ। যদি নেতৃত্বের পরিবর্তন না হয় এবং দল সংশ্লিষ্টরাই ভিন্ন নামে দল গড়ে তোলে তবে তা নতুন বোতলে পুরনো মদের মতোই।
তথ্যমন্ত্রী বলেন, ‘জাতি তাদের (জামায়াতে ইসলামী) ওপর বিক্ষুব্ধ, আন্তর্জাতিক চাপেও আছে তারা- এসবের মুখে দলের নাম পরিবর্তন, বিভিন্নজনের পদত্যাগ এসবই কৌশল মাত্র।’
বিএনপি প্রসঙ্গে প্রশ্নের উত্তরে ড. হাছান মাহমুদ বলেন, ‘আওয়ামী লীগ একটি শক্তিশালী বিএনপি দেখতে চায়। আমরা চাই বিএনপিসহ যারা আমাদের বিরুদ্ধে রাজনীতি করেন, তাদের অবস্থান শক্তিশালী থাকুক। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের চাওয়াও এটি। আমরা চাই, তারা আমাদের গঠনমূলক সমালোচনাও করুক। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমালোচনাকে সমাদৃত করার রাজনীতি করেন। আমরা চাই, তারা সংসদে এসেও আমাদের সমালোচনা করুক। আমরা মনে করি, সমালোচনা যেকোন কাজকে শাণিত ও পরিশিলীত করে।’
‘কিন্তু বিএনপি সেই পথ অনুসরণ না করে নিজেদের দুর্বল করা ও আত্মহননের পথ বেছে নিয়েছে’ উলে­খ করে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান বলেন, ‘বিএনপিকে দুর্বল করার জন্য আর কারো চেষ্টা করার প্রয়োজন নেই। কারণ বিএনপি যেভাবে নির্বাচন না করা, সংসদে না যাওয়া এ ধরণের আত্মঘাতী সিদ্ধান্ত গ্রহণ করছে, তাতে অন্যকারও বিএনপি’র বিরুদ্ধে ষড়যন্ত্রেরও প্রয়োজন নেই, দুর্বল করার চেষ্টারও প্রয়োজন নেই। বরং আমরা চাই বিএনপি একটি শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে থাকুক ও আমাদের সমালোচনা করুক।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরবর্তী মেয়াদে থাকবেন কি না সে প্রশ্নের জবাবে ড. হাছান বলেন, ‘বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প কোনো নেতৃত্ব নেই। গত দশ বছরে তাঁর নেতৃত্বে বাংলাদেশ বদলে গেছে। স্বল্প উন্নত দেশের তালিকা থেকে আমরা মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হয়েছি। জিডিপি প্রবৃদ্ধির হারে বিশ্বের প্রথম পাঁচটি দেশের একটি হয়েছে বাংলাদেশ। বাংলাদেশ আজ শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বসভায় উন্নয়নের প্রকৃষ্ট উদাহরণ। জনগণ বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অব্যাহত নেতৃত্ব  চায়। জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে আরো এগিয়ে নিয়ে যাক, এটিই জনগণের প্রত্যাশা। এটি স্পষ্ট যে, জনগণের প্রত্যাশা হচ্ছে, তিনি নেতৃত্ব অব্যাহত রাখবেন এবং আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মী জানে, শুধু আওয়ামী লীগে নয়, দেশেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের কোনো বিকল্প নেই।’
নির্বাচন প্রসঙ্গে ড. হাছান মাহমুদ বলেন, ‘বিএনপিসহ বাংলাদেশে একটি চক্র চায় এদেশের নির্বাচন প্রশ্নবিদ্ধ হোক। জাতীয় নির্বাচনকে আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ করতে তারা ষড়যন্ত্র করে। আসন্ন উপজেলা নির্বাচনে বিএনপি’র হুমকি উপো করে তাদের দলেরই অনেকে মনোনয়নপত্র দাখিল করেছে। আমরা মনে করি, উপজেলা নির্বাচনও সংসদ নির্বাচনের মতো উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।’
http://www.anandalokfoundation.com/