13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

‘জঙ্গিদের জামিন প্রতিরোধ করতে হবে’

admin
July 23, 2016 5:26 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার: আইনজীবী সহকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক জঙ্গিদের জামিনের জন্য ওকালতনামা আদালত জমা না দেওয়ার জন্য।

শনিবার দুপুরে সুপ্রিম কোর্টের শহীদ শফিউর রহমান মিলনায়তনে আইনজীবী সহকারী সমিতির অভিষেক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

আইনমন্ত্রী বলেন, জঙ্গিদের বিচার আইনানুযায়ী হবে। কিন্তু সামাজিক প্রতিরোধের অংশ হিসেবে জঙ্গিদের জামিনে বাধা দিতে হবে। কোর্টে জঙ্গিদের জামিন চাওয়া প্রতিরোধ করতে হবে। এজন্য জঙ্গিদের পক্ষে কোনো ওকালতনামা আদালতে জমা দেবেন না।

জঙ্গি সংগঠন আইএস প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, বাংলাদেশে কোনো আইএস নেই। আইএস নামে যেটা আছে তারা জামায়াতের প্রেতাত্মা। যুদ্ধাপরাধীদের বিচার যেন সরকার শেষ না করতে পারে সেজন্যই অপচেষ্টা চালানো হচ্ছে।

রাজনৈতিক দলের মধ্যে ঐক্য প্রসঙ্গে আনিসুল হক বলেন, যারা জঙ্গিদের সঙ্গে আছে তাদের সঙ্গে কোনো ঐক্য নেই। সরকার জঙ্গি নির্মূল করতে চায়। দেশের শতকরা ৯৯ ভাগ মানুষ জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে।

আগামী সেপ্টেম্বরে জাতীয় সংসদে আইনজীবী সহকারী আইন পাশ হবে বলে আইনমন্ত্রী জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। তিনি বলেন, বাংলাদেশকে আজ ধর্মান্ধ ও জঙ্গিদের দ্বারা ক্ষতবিক্ষত করার চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশকে আফগানিস্তান, সিরিয়ার মত ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য ষড়যন্ত্রকারীরা উঠেপড়ে লেগেছে।

কামরুল ইসলাম বলেন, আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীদের সঙ্গে একাত্তরের পরাজিত শক্তিরা একত্রিত হয়ে দেশে জঙ্গি কার্যক্রম চালাচ্ছে।

তিনি বলেন, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে বিএনপি নেতার বৈঠকের পর থেকে দেশে জঙ্গি হামলা ও জঙ্গি তৎপরতা বৃদ্ধি পেয়েছে। জঙ্গিবাদের বিরুদ্ধে সমগ্র দেশ আজ ঐক্যবদ্ধ। ঐক্যবদ্ধ শক্তির কাছে জঙ্গিবাদ পরাজিত হতে বাধ্য।

আইনজীবী সহকারী সমতির সভাপতি মোহাম্মদ নুর মিয়ার সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ন, নুরুল ইসলাম সুজন এমপি, বার কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট জে এড আই খান পান্না, অ্যাডভোকেট শ ম রেজাউল করিম, আইনজীবী সহকারী সমিতির প্রচার সম্পাদক মো. হুমায়ন কবির প্রমুখ।

http://www.anandalokfoundation.com/