নিজস্ব প্রতিবেদকঃ ছুটির দিন মানে বাধাহীনভাবে এদিক সেদিক ঘুরে বেড়ানো। তবে রাজধানীবাসীকে ছুটির দিনগুলো বার বার টেনে নিয়ে আসে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায়। যেখানে ক্রেতারা পাচ্ছেন পছন্দমতো পণ্য সেই সঙ্গে বিনোদন তো থাকছেই। মাসব্যাপী মেলার প্রথম শুক্রবার মানুষের ভিড় একটু বেশি।প্লাস্টিক ও অ্যালুমিনিয়ামের গৃহস্থালী পণ্য, ইমিটেশনের গয়না এবং কসমেটিকসের স্টলগুলোতেই ক্রেতাদের ভিড় বেশি। মূল্যছাড় দেওয়ায় আকৃষ্ট হচ্ছেন তারা।
শুক্রবার (৫ জানুয়ারি) হিমেল হাওয়া আর মিষ্টি রোদে সকাল থেকেই দর্শনার্থীদের আগমন শুরু হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে মানুষের ভিড়। ছোট থেকে বৃদ্ধ সবাই মেলার দর্শনার্থী। পরিবার স্বজন বা বন্ধু নিয়ে সবাই মিলে আসতে শুরু করেন বাণিজ্য মেলায়।
সরেজমিনে ক্রেতাদের সামলাতে ব্যস্ত থাকতে দেখা গেছে অধিকাংশ স্টলের বিক্রয়কর্মীদের। বিপুল মানুষের সমাগমে বেচাকেনা ভাল হওয়ায় বেশ স্বস্তিও প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। সেই সঙ্গে মেলায় প্রতিটি দিন ভাল বেচাকেনার প্রত্যাশাও করেন। বিশেষ করে পছন্দের কোন পণ্য নিয়ে দাম কষাকষি করতে দেখা যায়নি ক্রেতা বিক্রেতাদের।
গুলশান থেকে মেলায় এসেছেন জাহাঙ্গীর মিয়া। সঙ্গে নিয়ে এসেছেন পরিবার। মেলা ঘুরে কিনেছেন পছন্দের কিছু প্রয়োজনীয় জিনিস। চাকরির ব্যস্ততায়, বাচ্চাদেরও স্কুল ছুটি নেই তাই মেলায় আসা হয় না বলে জানালেন তিনি।
ছুটির দিনে ভিড় বেড়ে যায় তাই সকালে বন্ধুদের সঙ্গে মেলায় আসেন তানভীর আহমেদ। শুক্রবার সাপ্তাহিক বন্ধ থাকায় সবাই একটু ফ্রি থাকেন তাই তিনি বন্ধসহ মেলায় এসেছেন। বিদেশি কার্পেট ও ইলেকট্রনিক পণ্যের স্টলগুলোর প্রতিও আগ্রহী ক্রেতারা। শীতের তীব্রতা বাড়ায় বিক্রি বেড়েছে ব্লেজারেরও। বেঁচা-বিক্রি বাড়ায় খুশি বিক্রেতারা।
এবারের বাণিজ্য মেলায় দেশি-বিদেশি ৫শ’ ৮৯টি প্যাভিলিয়ন ও স্টল রয়েছে। প্রবেশ মূল্য বড়দের জন্য ৩০ টাকা, ছোটদের জন্য ২০ টাকা। মেলা সকাল ১০ থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে।