ছিনতাইকারী ভাইয়ের গচ্ছিত টাকা ও স্বর্ণালংকার আত্মসাতের জন্য বাবার নির্দেশে অপর দুই ভাই মিলে তার (ছিনতাইকারী) দুই চোখ উপরে ফেলেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত সিরাজুল ইসলাম রিপন বেপারীকে (৩৬) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে বরিশালের মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নের সাহেবেরচর গ্রামে। আহত সিরাজুল ইসলাম রিপন বেপারী ওই গ্রামের আরশেদ আলী বেপারীর সেজো ছেলে। বর্তমানে তিনি (রিপন) বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রবিবার (২৪ আগস্ট) দুপুরে মুলাদী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদ জানিয়েছেন, দুই চোখ উপরে ফেলা সিরাজুল ইসলাম রিপন বেপারীর বিরুদ্ধে ঢাকার রমনা থানায় চুরি ও ছিনতাইয়ের ঘটনায় আটটি মামলা রয়েছে। এছাড়াও মুলাদী থানায় হত্যা মামলাসহ তার বিরুদ্ধে ২০টি অভিযোগ রয়েছে।
তিনি আরও জানিয়েছেন, চোখ উপরে ফেলার খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে ঘটনার পর অভিযুক্তরা এলাকা ছেড়ে আত্মগোপন করেছে। এ ঘটনায় এখনও কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
রবিবার রাতে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে বসে আহত রিপনের ছেলে আব্দুর রহমান জানান, তার বাবা বিভিন্ন সময় কারাগারে ছিলেন, মানুষের মারধরের শিকার হয়েছেন। তার গচ্ছিত প্রায় ২০ ভরি স্বর্ণালংকার ও ৩৫ লাখ টাকা চাচা রোকন বেপারী আত্মসাত করতে চাচ্ছেন। ওই টাকা ও স্বর্ণালংকার ফেরত চাওয়ায় তার দাদা আরশেদ আলী বেপারীর নির্দেশে মারধর করে চাচারা তার বাবার দুই চোখ তুলে ফেলেছে। এ ঘটনায় তিনি মামলা দায়ের করবেন বলেও উল্লেখ করেন।
সাহেবেরচর গ্রামের বাসিন্দা এনামুল হক জানিয়েছেন, রিপন বেপারী পরিবার নিয়ে ঢাকায় থাকেন। তিনি বিভিন্ন সময় চুরি, ছিনতাই ও প্রতারণা করে মানুষের টাকা, স্বর্ণালংকার হাতিয়েছেন। ওই টাকা ও স্বর্ণলংকার রিপন তার মেঝো ভাই গ্রামে থাকা রোকন বেপারীর কাছে গচ্ছিত রেখেছেন বলে রিপন দাবি করে আসছিলো। এনামুল হক আরও জানিয়েছেন, প্রায় তিন মাস আগে রিপন বেপারী তার ভাইয়ের (রোকন) কাছে গচ্ছিত টাকা ও স্বর্ণালংকার ফেরত চান। ওইসময় রোকন বেপারী তা ফেরত দিতে অস্বীকার করলে তাদের মধ্যে কলহ শুরু হয়। এনিয়ে একাধিকবার এলাকায় সালিশ বৈঠকও হয়েছে।
রিপনের বড় ভাই খোকন বেপারী বলেন, গত ২২ আগস্ট বিকেলে রিপন ঢাকা থেকে বাড়িতে এসে রোকনের কাছে তার (রিপন) গচ্ছিত টাকা ফেরত চায়। কিন্তু রোকন টাকা ও স্বর্ণালংকার দিতে অস্বীকার করায় দুই ভাইয়ের মধ্যে তুমুল বাগবিতন্ডা হয়। খোকন বেপারী আরও বলেন, ওইদিন দিবাগত রাত ১১টার দিকে রিপনের সাথে দ্বিতীয় দফায় রোকনের ঝগড়া হয়। একপর্যায়ে তাদের বাবা আরশেদ আলী বেপারী ক্ষিপ্ত হয়ে রিপনকে মারধর করে চোখ তুলে ফেলার কথা বলেন। বাবার কথা শুনে রোকন ও তার অপর ভাই স্বপন মিলে রিপনকে মারধর করে তার দুই চোখ উপরে ফেলে।
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার মো. টিপু সুলতান জানিয়েছেন, গত ২২ আগস্ট দিবাগত রাত সাড়ে বারোটার পরে রিপন বেপারী নামের এক ব্যক্তিকে জরুরি বিভাগে ভর্তি করা হয়। তার দুই চোখ সমূলে উৎপাটিত ছিল। অতিরিক্ত রক্তক্ষরণে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাৎক্ষনিক তাকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ঘটনার পর থেকে আহত সিরাজুল ইসলাম রিপন বেপারীর বাবা আরশেদ আলী বেপারী, ভাই রোকন ও স্বপন বেপারী নিজ এলাকা ছেড়ে আত্মগোপন করায় তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি।
মুলাদী থানার ওসি মো. সফিকুল ইসলাম বলেন, ঘটনার পর পরই স্থানীয়দের কাছে খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। কিন্তু এরপূর্বেই অভিযুক্তরা এলাকা ছেড়ে আত্মগোপন করেছে। ওসি আরও বলেন, আহতর পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করতে বলা হয়েছে। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।