13yercelebration
ঢাকা

ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে কালকিনিতে দোয়া মাহফিল

Link Copied!

চলতি বছরের জুলাই-আগষ্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে মাদারীপুরের কালকিনিতে  আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার ( ০৭ ডিসেম্বর) বিকালে কালকিনিনউপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী উত্তম কুমার দাসের সভাপতিত্বে ও সহকারী কমিশনার ভূমি মাহাবুবা ইসলামের  সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ  ফজলুল হক বেপারী, কালকিনি থানার এসআই সৈয়দ  রুহুল আমিন, কালকিনি উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী মোঃ  লিমন হোসেন,  কালকিনি উপজেলা জামাতের সুরা সদস্য আবল বাশার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সামন্বয়ক শাহ আবুল খায়েরসহ আরও অনেকে।
এছাড়াও আলোচনা সভায় বৈষম্য বিরোধী আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মৃতিচারণ করেন তাদের পরিবারের সদস্যরা।
আলোচনা ও দোয়া মাহফিলে সরকারি কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি, ছাত্র-জনতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ও শহীদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
কালকিনি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ছাত্র আন্দোলন নিহিত ও আহতদের সহায়তা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাস।
আলোচনা সভা শেষে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন কালকিনি উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি নাজমুল হাসান।
http://www.anandalokfoundation.com/