13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ছাত্র আন্দোলনে নিহত পরিবারকে সহায়তা প্রদান

Link Copied!

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ রাকিব হোসেন ও শহীদ ফয়সাল আহমেদ শান্তর পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছেন বরিশাল ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

বৃহস্পতিবার দুপুরে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজের হলরুমে সহায়তা প্রদান অনুষ্ঠানের শুরুতে সকল শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। ড্যাবের জেলা শাখার সভাপতি ডা. কবিরুজ্জামানের সভাপতিত্বে ও কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ডা. শাওন বিন রহমানের সঞ্চলনায় সহায়তা প্রদান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ডা. নজরুল ইসলাম, ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, ডা. রেজা, ডা. জাহিদ হাসানসহ নিহত দুই শহীদের বাবা।

সবশেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ রাকিব হোসেন ও শহীদ ফয়সাল আহমেদ শান্তর পরিবারকে ড্যাবের জেলা কমিটির পক্ষ থেকে দুই লাখ টাকা নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়।

http://www.anandalokfoundation.com/