14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

চ্যালেঞ্জের মুখে সংসদের বৈধতা?

admin
December 31, 2017 10:15 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ১৫৪ জন এমপির বৈধতা চ্যালেঞ্জ করতে আবার আদালতে যাচ্ছেন দেশের সুশীল সমাজ। এই সংক্রান্ত একটি রিট পিটিশান হাইকোর্ট খারিজ করে দিয়েছে। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের সব প্রস্তুতি সম্পন্ন বলে জানিয়েছে রিটের সঙ্গে সংশ্লিষ্ট একজন আইনজীবী। ওই আইনজীবী বলেছেন, ‘আমরা প্রধান বিচারপতি নিয়োগের অপেক্ষায় আছি। আমাদের পেপারওয়ার্ক সম্পন্ন।’ ওই আইনজীবী আরও জানিয়েছেন, ড. কামাল হোসেন এবং ব্যারিস্টার আমীর উল ইসলামের মতো সিনিয়র আইনজীবীরা এ ব্যাপারে আইনগত সহায়তা দিতে রাজি হয়েছেন।

সরকারের একাধিক সূত্রগুলো বলছে, ‘সুপ্রিম কোর্ট খুললেই তিনটি বিষয় সরকারের জন্য চ্যালেঞ্জিং। এর মধ্যে ২ জানুয়ারি নিম্ন আদালতের বিচারকদের আচরণ বিধি সংক্রান্ত গেজেটের ব্যাপারে আপিল বিভাগ তার মতামত দেবে। আপিল বিভাগ এর আগে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে গেজেট প্রকাশ নিয়ে সরকারের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়ে। এখন ২ জানুয়ারি সরকারের গেজেটের ব্যাপারে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কী প্রতিক্রিয়া দেখায়, সেটি দেখার বিষয়।

আপিল বিভাগের সঙ্গে সরকারের দ্বিতীয় অনিষ্পন্ন বিষয় হলো ষোড়শ সংশোধনীর রিভিউ আবেদন। সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণ ক্ষমতা সংসদের হাতে ন্যস্ত সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনীর রিভিউ আবেদন বাতিল করে দিয়েছে আপিল বিভাগ। আপিল বিভাগের সর্বসম্মত রায়ে ওই সংশোধনী সংবিধানের সঙ্গে অসাঞ্জস্যপূর্ণ বলে অভিহিত করা হয়। এই রায়ের পর আপিল বিভাগ বিশেষ করে তৎকালীন প্রধান বিচারপতির সঙ্গে প্রকাশ্যে বিরোধে জড়িয়ে পড়ে সরকার। যার প্রেক্ষাপটে প্রধান বিচারপতি পদত্যাগ করেন। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, তারা রিভিউ তৈরি করেছে। এখন রিভিউ আবেদনটি শুনানির জন্য উপস্থাপিত হবে। সরকার আপিল বিভাগের রায়ের কিছু অনভিপ্রেত মন্তব্য বাতিল চায়। এটাই রিভিউয়ের প্রধান লক্ষ্য। যদিও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, তারা পুরো রায়ই বাতিল চায়।

তবে এই দুটি বিষয়কে ছাপিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এমপিদের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটটি রাজনীতিতে উত্তাপ ছড়াতে পারে। এই রিট যদি আপিল বিভাগ গ্রহণ করে, তাহলে বর্তমান সংসদ মেয়াদের শেষ ভাগে এসে অস্তিত্বের সংকটে পড়বে। সরকার বিরোধী বিভিন্ন পক্ষরা বলছেন, এর মাধ্যমেই তত্ত্বাবধায়ক সরকারের পথ উন্মুক্ত হবে। গণফোরাম নেতা সম্প্রতি এক বক্তব্যে দাবি করেছেন, অনির্বাচিত এমপিরা সত্যিকারের সংসদ সদস্য নন। আদালতেই বর্তমান সংসদের পরিসমাপ্তি আনতে পারে, এমন দাবি ড. কামাল পন্থী আইনজীবীদের।

http://www.anandalokfoundation.com/