14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

চেয়ারম্যান মিজান এর মৃত্যুতে মেয়র লিটন এর শোক

নিউজ ডেস্ক
January 26, 2022 6:57 pm
Link Copied!

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃযশোর জেলার বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান (৭০) ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহে ওয়া ইন্না লিল্লাহে রাজেউন)।

তিনি মঙ্গলবার রাত সাড়ে নয়টার সময় ঢাকা বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যূ বরন করেন। চেয়ারম্যান মিজানুর রহমান সাবেক চেয়ারম্যান বজলুর রহমান এর ছেলে। তিনি ওই ইউনিয়নে তিনবার চেয়ারম্যান এবং বাংলাদেশ আওয়ামীলীগের একাধারে ইউনিয়নের ১৬ বছর সভাপতি ছিলেন।

চেয়ারম্যান মিজানুর রহমানের মৃত্যূতে গভীর শোক প্রকাশ করেছেন যশোর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন। তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং মরহুমের রুহের আত্নার শান্তি কামনা করে জান্নাতবাসী হওয়ার জন্য দোয়া করেন।
মিজানুর রহমান এর জানাযা নামাজ মেয়র লিটন এর আয়োজনে বেনাপোল ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়।

এসময় দল মত নির্বিশেষে শত শত লোক নামাজে জানাযায় শরীক হন। নামাজ শেষে তার সমাধিস্থ করার জন্য পারিবারিক গোরস্থান নিজ গ্রাম বেনাপোল পোর্ট থানার ঘিবা নিয়ে যাওয়া হয়।
মৃত্যুকালে তিনি ৪ মেয়ে সহ অসংখ্যা আত্নীয় স্বজন ও গুনাগ্রাহী রেখে যান।

http://www.anandalokfoundation.com/