ফরিদপুর সোনালী ব্যাংক থেকে থেকে চুরি যাওয়া ২০ লাখ টাকার মধ্যে ১৩ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। এঘটনার সাথে জড়িত দুইজনকে আটক করেছে পুলিশ।
আজ বুধবার দুপুরে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা ।
সাংবাদিক সম্মেলনে তিনি জানান, গত ০৬ ফেব্রুয়ারি কোতয়ালী থানার বিল মাহমুদ পুরের মো. নজরুল ইসলাম তার প্রয়াত পিতার পেনশনের ২০ লাখ টাকা প্রধান ডাকঘর থেকে তুলে সঞ্চয় পত্রে জমা রাখার উদ্দেশ্যে সোনালী ব্যাংকের কোর্ট বিল্ডিং শাখায় যান। সেখানে ব্যাংকের এক কর্মকর্তার সাথে কথা বলার ফাকে চুরি যায় ২০ লাখ টাকার ব্যাগটি। এ ঘটনায় কোতয়ালী থানায় মো. নজরুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন। পরে তদন্ত কর্মকর্তা উপ পরিদর্শক শামীম হাসান তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে তিন চোরকে সনাক্ত করে খুলনা থেকে মো. ফারুক শেখকে আটক করেন। পরে তার স্বিকারোক্তি মোতবেক বরিশাল থেকে মোহাম্মদ আলী নামের আরেক জনকে আটক করেন।
এসময় তাদের কাছ থেকে মোট ১৩ লাখ টাকা উদ্ধার করা হয়। তিনি জানান, স্বিকারোক্তি মোতাবেক এঘটনায় চারজন জড়িত, অপর দুই জনকে আটকের তৎপরতা চালানো হচ্ছে।
অপরদিকে, দুধর্ষ চোর চক্রের আরো তিন সদস্যকেও আটক করেছে পুলিশ। তাদের নিকট থেকে দুই মোবাইল ফোন উদ্ধার করা হয়।