ভারতের সাথে বাণিজ্যে আঘাত লাগায় চীন আর্থিক দিক থেকে বেশ দুর্বল হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে বন্ধু দেশ চীনকে সাহায্য করতে পাশে এসে দাঁড়িয়েছে পাকিস্তান, যে কিনা নিজেই গলা অবধি ঋণের সাগরে নিমজ্জিত।
স্থানীয় এবং ছোট ব্যবসায়ীদের পেটে লাথি মেরে এবার নিজের দেশে চীনা কোম্পানিদের আহ্বান জানাচ্ছে পাক সরকার ইমরান খান।
চীনা কোম্পানিদের সঙ্গে এক বৈঠকে পাক সরকার ইমরান খান জানিয়েছেন, চীনের কৃষি, উর্জা এবং নানাবিধ ব্যবসায়ীদের পাকিস্তানে কোম্পানি খোলা উচিত। সেই সঙ্গে তাঁদের আশ্বস্ত করে জানান, পাকিস্তানে চীনা কোম্পানিদের যথা সম্ভব সুযোগ সুবিধা দেওয়া হবে।
চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড, পাওয়ার কর্পরেশন অফ চীন, চায়না রোড এন্ড ব্রিজ কর্পোরেশন, চাইন গেজোবা গ্রুপ পাকিস্তান, চীন ৩ গর্জেজ সাউথ এশিয়া ইনভেসমেন্ট কোম্পানি লিমিটেড, চায়না মোবাইল পাকিস্তান লিমিটেড সহ আরও বেশ কয়েকটি সংস্থা্র প্রতিনিধি উপস্থিত ছিলেন।