13yercelebration
ঢাকা

চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানি নিয়ে ভোকালতনামা ইস্যুতে নানা নাটকীয় পরিস্থিতি

রাজীব শর্মা
December 12, 2024 9:42 pm
Link Copied!

চট্টগ্রাম নগরীর নিউমার্কেট এলাকায় পতাকা উত্তোলনের ঘটনাকে ঘিরে রাষ্ট্রদ্রোহ মামলায় ইউনাইটেড সনাতন জাগরণ গ্রুপের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানি নিয়ে চট্টগ্রাম আদালতে নানা নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিচারকদের একাধিক সেশন অনুষ্ঠিত হওয়ার সময়, ভোকালতনামা ইস্যুতে আইনজীবীদের আইনি এবং কৌশলগত জটিলতা আদালতকে ২০২৫ সালের ২ জানুয়ারির জন্য পূর্ব নির্ধারিত শুনানি বজায় রাখতে পরিচালিত করেছিল। চিন্ময় মামলাটি ‘টক অফ দ্য কান্ট্রি’ হয়ে উঠেছে।

বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ মোহাম্মদ সাইফুল ইসলাম এ আদেশ দেন। এর আগে, দুপুর আড়াইটার দিকে সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র ঘোষ শুনানির শুরুতে ‘ভাকালতনামা’ জমা দেন। আদালত ভাকালতনামা যাচাইয়ের জন্য একটি সময়সীমা বেঁধে দিয়েছে এবং আইনজীবীকে ব্যক্তিগতভাবে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে। তবে আইনজীবী হাজির হননি।

কয়েকজন আইনজীবীর দাবি, চিন্ময়ের মামলা সংক্রান্ত আদালত এলাকায় সংঘর্ষ হয়েছিল, যাতে একজন আইনজীবী নিহত হন। ফলে ক্ষোভ থেকে চিন্ময়ের মামলা লড়ছেন না কোনো আইনজীবী। আরেকটি গ্রুপ দাবি করেছে যে চিন্ময়ের মামলায় আগে কাজ করা ৭০ জন আইনজীবীকে অভিযুক্ত করা হয়েছে। ‘নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কারণে’ কোনো আইনজীবী চিন্ময়কে স্থানীয়ভাবে উপস্থাপন করতে রাজি নন।

জানা গেছে, ১১ ডিসেম্বর ঢাকা সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী রবীন্দ্র ঘোষ চট্টগ্রাম আদালতে চিন্ময়ের পক্ষে শুনানি করতে আসেন, কিন্তু স্থানীয় কোনো আইনজীবী ভাকালতনামা দাখিল না করে তার জন্য বাধা সৃষ্টি করেন। বৃহস্পতিবার চট্টগ্রামের স্থানীয় এক আইনজীবী চিন্ময় ব্রহ্মচারীর পক্ষে লড়তে ভাকালতনামা জমা দিলেও ওই আইনজীবী আদালতে হাজির হননি। তাই আদালত শুনানির জন্য পূর্ব নির্ধারিত তারিখ বহাল রেখেছেন।

এদিকে, বাংলাদেশ মাইনরিটি ওয়াচের চেয়ারম্যান এবং চিন্ময়ের প্রতিনিধিত্বকারী সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী রবীন্দ্র ঘোষ বলেছেন যে চিন্ময়ের বিরুদ্ধে চট্টগ্রাম আদালতে বেশিরভাগ আইনজীবী মামলার মুখোমুখি হচ্ছেন। চিন্ময়ের পক্ষে লড়তে ইচ্ছুক ব্যক্তিদের বিরুদ্ধেও মামলা করা হচ্ছে এবং আইনজীবীরা নিরাপত্তার কারণে ভাকালতনামা জমা দিতে দ্বিধা করছেন। ভাকালতনামা জমা দিলেও তিনি শুনানি এগোতে পারেননি। সুমিত আচার্য নামে একজন স্থানীয় আইনজীবীর সাথে ভাকালতনামা দাখিলের জন্য যোগাযোগ করা হলেও তিনি বারের সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুমতি চেয়েছিলেন। পরে সুমিত আচার্য ভাকালতনামা জমা দিতে অস্বীকার করেন।

আদালতের বাইরে গুজব ছড়িয়েছে যে কয়েকজন আইনজীবী সুমিত আচার্যকে আদালতে যেতে বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন। তবে এ ধরনের ঘটনার সত্যতা নিশ্চিত করতে পারেননি কোনো আইনজীবী।

তথ্য ছড়িয়ে পড়ার বিষয়ে জানতে চাইলে আইনজীবী সুমিত আচার্য গণমাধ্যমকে বলেন, “আমি চট্টগ্রাম আইনজীবী সমিতির সদস্য। আইনজীবী আলিফের ঘটনায় আমরা ব্যথিত। আমাকে অবশ্যই চট্টগ্রামে থাকতে হবে। ভাকালতনামা দাখিল করার জন্য কেউ আমাকে চাপ দেয়নি।” আমি বারের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে অনুমতি চেয়েছি এবং বার অনুমোদন করলে আমি ভাকালতনামা জমা দিতে রাজি হব।”

চট্টগ্রাম আদালতের অন্যান্য আইনজীবীরাও ভাকালতনামা দাখিলের বিষয়ে কোনো চাপ বা বাধার ঘটনা অস্বীকার করেছেন।

আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী বলেন, “ঢাকার সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র ঘোষ এই মামলায় চিন্ময়ের প্রতিনিধিত্ব করার জন্য আবেদন করেছিলেন। আদালত তাকে স্থানীয় আইনজীবীদের ভাকালতনামা দাখিলের জন্য তিনটি সুযোগ দিয়েছেন। তিনি সুমিত আচার্যের সঙ্গে যোগাযোগ করেন। , যারা ভাকালতনামা দাখিল করতে অস্বীকার করেছেন যদি কোন আইনজীবী মামলার প্রতিনিধিত্ব না করেন তবে এটি তাদের ব্যক্তিগত বিষয়।”

ভাকালতনামা জমা দেওয়ার জন্য বার অ্যাসোসিয়েশনের অনুমতি প্রয়োজন কিনা জানতে চাইলে তিনি স্পষ্ট করে বলেন, “ভাকালতনামা জমা দেওয়ার জন্য বার অ্যাসোসিয়েশনের কোনও অনুমতির প্রয়োজন নেই। যেকোনো আইনজীবী বারের অনুমোদন ছাড়াই একজন মক্কেলের প্রতিনিধিত্ব করতে পারেন।”

উল্লেখ্য, জাতীয় পতাকা অবমাননার অভিযোগে গত ৩১ অক্টোবর নগরীর কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হয়। গত ২৫ নভেম্বর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিকটবর্তী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ৩ ডিসেম্বর, জামিনের শুনানির সময়, চিন্ময়ের পক্ষে কোনও আইনজীবী হাজির হননি, তাই শুনানি ২ জানুয়ারি, ২০২৫ এ পিছিয়ে দেওয়া হয়েছিল।

হিন্দু জাগরণ মঞ্চের প্রতিবাদ কর্মসূচি বাতিলের সিদ্ধান্ত
চট্টগ্রামে চিন্ময় মামলাকে ঘিরে বিভিন্ন ঘটনার পর বাংলাদেশ ইউনাইটেড সনাতন জাগরণ গ্রুপ ১৩ ডিসেম্বর খুলনায় একটিসহ তিনটি বিভাগে তিনটি কর্মসূচি ঘোষণা করে। তবে একই দিনে আরও দুটি গ্রুপ বৈষম্য বিরোধী আন্দোলন ও হেফাজত-ই। -ইসলাম, একই স্থানে একটি সমাবেশ ঘোষণা করেছে, সনাতন জাগরণ গ্রুপ সাময়িকভাবে তাদের কর্মসূচি স্থগিত রাখার জন্য নেতৃত্ব দিয়েছে।

বাংলাদেশ সনাতন পার্টির সাধারণ সম্পাদক ও সুপ্রিম কোর্টের আইনজীবী সুমন কুমার রায় সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা ১৩ ডিসেম্বর খুলনায় সমাবেশের ডাক দিয়েছিলাম, কিন্তু একই দিনে অন্যান্য সমাবেশের ঘোষণা দেওয়ায় আমরা আমাদের পরিকল্পিত কর্মসূচি স্থগিত করেছি।

তিনি আরও বলেন, “বর্তমান সরকার হিন্দু সম্প্রদায়ের প্রতি আন্তরিক নয়। হিন্দুরা যেখানে জড়ো হচ্ছে সেখানেই তারা পাল্টা সমাবেশ করে বিতর্ক সৃষ্টির চেষ্টা করছে।

http://www.anandalokfoundation.com/