14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

চলছে ছাত্র-জনতার ব্লকেড কর্মসূচি, শেবাচিমের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে তিন মাস সময় দাবি

Link Copied!

দক্ষিণাঞ্চলের কোটি মানুষের চিকিৎসা সেবার জন্য সর্ববৃহত বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ের (শেবাচিম) স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে তিন মাস সময় দাবি করা হয়েছে।

সোমবার (১১ আগস্ট) বেলা এগারোটার দিকে শেবাচিমের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম ও মেডিসন ভবন পূর্বের স্থানে স্থানান্তরের বিষয়ে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. একেএম মশিউল মুনীর সংবাদ সম্মেলনে এ দাবি করেন।

হাসপাতালের মূল ভবনের তৃতীয় তলার সেমিনার হলে সংবাদ সম্মেলনে পরিচালক আরো বলেন, শেবাচিমের সকল সমস্যার সমাধানের জন্য ইতোমধ্যে ২০টি কার্যকরী পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে। তিনি বলেন, আমাদের জনবল সংকট থাকায় দীর্ঘ বছরের জমানো সমস্যাগুলো হুট করে সমাধান করা সম্ভব নয়। তবে শতভাগ আশা করছি আগামী তিন মাসের মধ্যে শেবাচিমের স্বাস্থ্য ব্যবস্থার সকল ধরনের উন্নয়ন করা সম্ভব হবে। এই অল্প সময়টুকু দেওয়ার জন্য সকলের প্রতি তিনি আহবান করেন।
সংবাদ সম্মেলনে পরিচালক আরও বলেন, ছাত্র-জনতার চলমান আন্দোলন নিয়ে স্বাস্থ্য উপদেষ্টা, স্বাস্থ্য সহকারি উপদেষ্টা, সচিব ও ডিজি স্যারের সাথে কথা হয়েছে। তারা বরিশালের বিষয়ে অত্যন্ত আন্তরিক। বরিশালসহ সারাদেশে স্বাস্থ্য সংস্কার বিষয়ে তারা কাজ করছেন। তাদের সময় দিতে হবে।

পরিচালকের এ সংবাদ সম্মেলনের পর পরই সোমবার বেলা বারোটার দিকে শেবাচিমসহ দেশের স্বাস্থ্য ব্যবস্থা সংস্কারের দাবিতে ১৫দিনের চলমান আন্দোলনের অংশহিসেবে পুণরায় বরিশাল-কুয়াকাটা মহাসড়কের নথুল্লাবাদ বাসটার্মিনাল এলাকা বøকেড করে বিক্ষোভ শুরু করেছেন ছাত্র-জনতা। ফলে নথুল্লাবাদের কেন্দ্রীয় বাসটার্মিনাল থেকে সকল রুটের বাসসহ সবধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে করে যাত্রীদের চরম দুর্ভোগে পরতে হয়েছে। মহাসড়কের নথুল্লাবাদ বøকেড করায় ছোট ছোট যানবাহনগুলো বিকল্প সড়ক ব্যবহার করে জরুরি যাত্রীদের তাদের গন্তব্যে নিয়ে গেলেও পূর্বের চেয়ে দ্বিগুন ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের।

অপরদিকে আন্দোলনরত ছাত্র-জনতা কোন সময় না দিয়ে দ্রæত সময়ের মধ্যে তাদের দাবিগুলো পূরণের জন্য অনড় রয়েছেন। আন্দোলনরতরা জানিয়েছেন, স্বাস্থ্য উপদেষ্টাকে বরিশালের রাজপথে উপস্থিতি হয়ে আন্দোলনকারীদের দাবিগুলো বাস্তবায়নের ঘোষণা দিতে হবে। অন্যথায় তারা তাদের আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখবেন বলেও হুশিয়ারী দিয়েছেন।

স্বাস্থ্যখাতের সংস্কার আন্দোলনের নেতৃত্বে থাকা সংগঠক মহিউদ্দিন রনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনের শুরু থেকে একটি পক্ষ সরকারি হাসপাতালের দালাল সিন্ডিকেটের পক্ষালম্বন করে আসছে। তারা আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে নানা ষড়যন্ত্র করে আসছিলো। মহিউদ্দিন রনি আরও জানিয়েছেন, ১০ আগস্ট দুপুরে ছাত্র-জনতার কর্মসূচিতে প্রথমে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাঁধা প্রদান করেন। এরপর বিকেলে বিএম কলেজের কয়েকজন শিক্ষার্থীদের সাথে আন্দোলনে অংশগ্রহণ করা শিক্ষার্থীদের সিনিয়র-জুনিয়র নিয়ে বিরোধ সৃষ্টি হয়।

তিনি বলেন, বিষয়টি জানতে পেরে ওইদিন দিবাগত রাত সাড়ে নয়টার দিকে বিরোধ মীমাংসার জন্য কয়েজন ছাত্রকে নিয়ে ইজিবাইকযোগে বিএম কলেজের মসিজদ গেটের সামনে পৌঁছামাত্রই কতিপয় দুস্কৃৃতকারীরা পরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা চালায়। এতে আমি (মহিউদ্দিন রনি) সহ আন্দোলনকারী ছাত্র মুন্না, সোহান, মুস্তাফিজুর রহমানসহ আটজন শিক্ষার্থী আহত হয়েছেন। গুরুত্বর আহত ছয়জনকে রাতেই শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। মহিউদ্দিন রনি আরও বলেন, ছাত্র-জনতার তিন দফা দাবি বাস্তবায়নের জন্য স্বাস্থ্য উপদেষ্টাকে স্ব-শরীরে বরিশালে আসতে হবে। এর কোন বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেন।

আন্দোলনকারীদের দাবিগুলোর মধ্যে রয়েছে-সারাদেশের সব সরকারি হাসপাতালে অবকাঠামোতগত উন্নয়ন, নাগরিকদের সুচিকিৎসা নিশ্চিতে সরকারি হাসপাতালগুলোতে আধুনিক যন্ত্রপাতি এবং ওষুধ সরবরাহ নিশ্চিত করতে হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়সহ দেশের সব হাসপাতালে দুর্নীতি প্রতিরোধে প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি, দলীয় লেজুড়বৃত্তিক চিকিৎসকদের রাজনীতি নিষিদ্ধ করণ। ডিজিটাল অটোমেশন ও স্বচ্ছ জবাবদিহিমূলক টাস্কফোর্স গঠণ করতে হবে। এসব সমস্যাগুলো দ্রæত সময়ের মধ্যে সমাধানের জন্য স্বাস্থ্যখাত সংস্কার কমিশনকে জনগণের ভোগান্তির বিষয়শুনে তদন্ত সাপেক্ষে পুনরায় সুপারিশ, সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে।#

http://www.anandalokfoundation.com/